কয়েকদিন আগেই সমাপ্ত হলো ক্রিকেট বিশ্বকাপ, এই বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হতে হয়েছিল। এবারের বিশ্বকাপে অন্যতম চর্চিত প্লেয়ার ছিলেন শুভমান গিল (Shubman Gill)। এবার বিরাট কোহলিকে (Virat kohli) টপকে গেলেন গিল, ভারতের ক্রমবর্ধমান ক্রিকেটিং সেনসেশন শুভমান গিল, ২য় ডিসেম্বর মুম্বাইতে অনুষ্ঠিত CNBC-TV18-এর ইন্ডিয়া বিজনেস লিডার অ্যাওয়ার্ডস (IBLA) এর ১৯ তম সংস্করণে “বর্ষের স্পোর্টস লিডার” পুরস্কারে ভূষিত হয়েছেন।
পুরষ্কারটি আন্তর্জাতিক ক্রিকেটে তার উত্থানের একটি প্রমাণ, যা তাকে ভবিষ্যতের জন্য গণনা করার শক্তি হিসাবে চিহ্নিত করে।
Read More: Shubman Gill: শুভমান গিলকে ধোঁকা দিচ্ছেন তারই পরম বন্ধু, খুব শীঘ্রই সারার সঙ্গে পড়বেন সাত পাকে বাঁধা !!
ক্যারিয়ারে উন্নতি করেছেন গিল

পাঞ্জাবের বছর ২৪’এর শুভমান গিলের যাত্রা শুরু হয়েছিল ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সাথেই। ২০১৮ সালে পৃথ্বী শ’র ডেপুটি হিসাবে নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই সময় পৃথ্বী খবরের শিরোনামে আসলেও, ফিটনেস ও ফর্মের ব্যার্থতার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি। তবে অন্যদিকে শুভমান গিল ওডিআই ডাবল সেঞ্চুরি সহ ধারাবাহিক ভাবে পারফরম্যান্সের পর অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে দ্বিতীয় ওপেনার হিসাবে দলে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। ওডিআই ফরম্যাটে বেশ জমিয়ে ব্যাটিং করতে দেখা গিয়েছে গিলকে, ভারতের জার্সিতে এবছর বানিয়েছেন সর্বাধিক রান। ২৯ ইনিংসে ৬৩.৪৬ গড়ে ১৫৮৪ রান সহ ৫ শতরান হাঁকিয়েছেন ক্রিকেটের প্রিন্স।
২০২৩ সালে অসাধারণ খেলেছেন গিল

২৪ বছর বয়সী গিলের (Shubman Gill) কাছে ২০২৩ ক্রিকেট সিজিন একটি স্মরণীয় বছর। ক্রিকেটের তিন ফরম্যাটেই রান এসেছে গিলের ব্যাট থেকে। সাদা জার্সিতে নিজেকে মেলে ধরতে ব্যার্থ হলেও সাদা বলের ক্রিকেটে বেশ দারুন ব্যাটিং করেছেন গিল। আইপিএলে সর্বাধিক রান (৮৯০) বানিয়েছেন এই সিজিনে, পাশাপশি ১১ টি টোয়েন্টি ম্যাচে বানিয়েছেন ৩০.৪ গড় ও ১৪৬.৮৬ স্ট্রাইক রেটে ৩০৪ রান। এক কথায় এই মরশুমের সেরা প্লেয়ার ছিলেন গিল।
বিশ্বকাপের ম্যাচে ৯ ম্যাচে ৪৪ গড়ে ৩৫৪ রান বানিয়েছিলেন। যদিও ডেঙ্গুর কারণে প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। ওডিআই ফরম্যাটের আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে পৌঁছে গিয়েছেন গিল, ওডিআইতে দ্রুততম ২০০০ রান করার রেকর্ডও ভেঙেছেন তিনি। অল্প বয়সে এমন অসাধারণ কৃতিত্বের সাথে শুভমান গিল আইপিএলের পরবর্তী সংস্করণে গুজরাট টাইটান্সকে (GT) তাদের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিতে প্রস্তুত।