IND vs ENG: ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের পরাজয় বজায় রয়েছে। আবার একবার প্রথম ওডিআই ম্যাচে ভারতীয় দলের বিরুদ্ধে পরাজিত হতে হলো ইংল্যান্ড দলকে। কয়েকদিন আগেই সমাপ্ত হওয়া ভারত এবং ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যাবধানে সিরিজ জয়লাভ করে ভারত। এরপর আজ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দল দুর্দান্ত প্রদর্শন দেখালো। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে এসে ইংল্যান্ড দলের শুরুটা বেশ ভালোই ছিল। দলের দুই ওপেনারের ব্যাট থেকেই বিধ্বংসী মেজাজে রান দেখা গিয়েছে। ফিলিপ সল্ট ২৬ বলে ১৬৫.৩৮ স্ক্রাইক রেটে ৪৩ রানের ইনিংস খেলেন। পাশাপশি, ২৯ বলে ৩২ রান বানান বেন ডাকেট। ইংল্যান্ড দলের হয়ে সর্বাধিক ৫২ রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন জস বাটলার।
পাশাপাশি তরুণ খেলোয়াড় জেকব বেথাল ৫১ রানের ইনিংস খেলেন। ভারতীয় দল ইংল্যান্ডকে ৪৭.৪ ওভারের মধ্যেই অলআউট করে দেয়। কেবলমাত্র ২৪৮ রানেই সমাপ্ত হয় ইংল্যান্ডের ব্যাটিং। জবাবে ব্যাটিং করতে আসেন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের জুটি। বিরাট কোহলি প্রথম ম্যাচে না খেলায় আজ শুভমান গিলকে তিন নম্বরে ব্যাটিং করতে দেখা গিয়েছে। যদিও রান তাড়া করতে এসে পাওয়ারপ্লের ভিতরেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে ভারত। ২২ বলে ১৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন জয়সওয়াল। তাছাড়া মাত্র ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মাকে।
Read More: IND vs ENG 1st ODI: “স্মরণীয় হলো না অভিজ্ঞতা…” ODI অভিষেকে ব্যর্থ যশস্বী, আক্ষেপের সুর সোশ্যাল মিডিয়ায় !!
৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শুভমান গিল
ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৯৪ বলে ৮৭ রানের ইনিংস খেলেন ভাইস ক্যাপ্টেন শুভমান গিল। চারে ব্যাটিং করতে এসে ৩৬ বলে ৫৯ রান বানান শ্রেয়াস আইয়ার এবং ৫২ রানের দুরন্ত ইনিংস খেলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। শেষের দিকে জাদেজা ও হার্দিকের প্রচেষ্টায় ৬৮ বল বাঁকি থাকতে ৪ উইকেটে জয়লাভ করে ভারত। ব্যাট হাতে ৮৭ রানের ইনিংস খেলায় ম্যাচের সেরা হলেন শুভমান গিল (Shubman Gill)।
ম্যাচের সেরা হয়ে মন্তব্য করে তিনি বলেছেন, “আমি কেবল ইতিবাচক থাকার চেষ্টা করছিলাম। আমার মনে হচ্ছিল নতুন বল পেসারদের জন্য এখানে সুবিধা ছিল। যখন ৭০ রানের কাছাকাছি ছিলাম তখন যে পুল শট খেলছিলাম। সেটা আমার প্রিয় ছিল। স্পিনাররা যখন বোলিং করছিল তখন পিচে দ্বিমুখী ভাব ছিল। চেয়েছিলাম স্কয়ার অফ দ্য উইকেটে স্কোর করার চেষ্টা করতে হবে। আমি কেবল রোহিত ভাই কীভাবে ভাবছেন তা নিতে চাই এবং তারপর আমার যা কিছু ইনপুট আছে তা দিতে চাই। তিনি আমাকে ইনপুট দিতে দ্বিধা না করতে বলেছেন।”