KKR'এর বিরুদ্ধে মাঠে নামার আগে চিন্তার ভাঁজ গুজরাত শিবিরে, মোটা টাকা জরিমানা হলো শুভমান গিলের !! 1

IPL 2025: আইপিএল ২০২৫ এর মঞ্চে ৩৫তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে গুজরাট টাইটান্স। চলতি মৌসুমে বেশ দারুন ছন্দ দেখাচ্ছে গুজরাট টাইটান শুভমান গিলে নেতৃত্বাধীন দল আপাতত সাতটি ম্যাচে পাঁচটি জয়লাভ করেছে। নেট রান রেট এর বিচারে তারা ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে। তবে জয়ের আনন্দ নিরানন্দে পরিণত হতে লাগলো না বেশি সময়। গুজরাত দলের অধিনায়ক শুভমান গিলের উপর এবার চড়াও হলো বিসিসিআই (BCCI)। গুজরাত দলের অধিনায়ক শুভমান গিলকে (Shubman Gill) জরিমানা করেছে বিসিসিআই।

শাস্তি হয়েছে শুভমান গিলের

Shubman Gill, ipl 2025
Shubman Gill | Image: Twitter

আইপিএল কতৃপক্ষ এক বিবৃতিতে জানিয়ে দিয়েছেন শুভমানের এই জরিমানার বিষয়ে। আইপিএলের সেই বিবৃতিতে লেখা ছিল, “আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুসারে শাস্তি হয়েছে শুভমান গিলের। মন্থর বোলিংয়ের জন্য এই শাস্তি লাগু করা হলো গুজরাত দলের ক্যাপ্টেনের উপর। শাস্তি হিসেবে তাকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, এদিন দিল্লির বিরুদ্ধে শুভমানকে তার বোলারদের ব্যাবহার করার বিষয়ে বেশ সমস্যায় পড়তে দেখা গিয়েছিল। অনফিল্ড আম্পায়াররা শুভমানকে বারবার খেলার গতি বাড়ানোর আর্জি জানিয়েছিলেন। তবে, আহমেদাবাদের প্রবল গরমে গুজরাতের পেসাররা তাদের ওভার শেষ করতে বেশ লম্বা সময় লাগাচ্ছিলেন। যার জেরেই শুভমান দিল্লির বিরুদ্ধে শেষ ওভারে স্পিনারকে দিয়ে বোলিং করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে, তাতে শেষরক্ষা হয়নি।

Read More: IPL 2025: দলের পারফর্ম্যান্সে খুশি নন শাহরুখ, শীঘ্রই বড়সড় রদবদল দেখা যাবে KKR-এর অন্দরমহলে !!

KKR’এর বিরুদ্ধে মাঠে নামার আগে চিন্তার ভাঁজ গুজরাত শিবিরে

ipl-2025-shubman-gill-taking-a-pay-cut
Shubman Gill | Image: Getty Images

এই মৌসুমে এই নিয়ে ষষ্ঠ বারের জন্য শাস্তি পেলেন অধিনায়করা। এর আগে, অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল ও শেষ দিনে শুভমান গিলকে ফাইন করলো বিসিসিআই। উল্লেখ্য, আহমেদাবাদে প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যেই দিল্লির বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নিয়েছিলেন শুভমান। শুভমান গুজরাতের বোলিং ইনিংস শেষ করাতে অতিরিক্ত ১০ মিনিট সময় নিয়েছিলেন। আইপিএলের নিয়ম অনুযায়ী শুভমান গিলকে বাঁকি অধিনায়কদের মতন শাস্তি দেওয়া হয়েছে।

দিল্লির বানানো ২০৪ রান তাড়া করতে এসে জস বাটলারের ৯৭ রানের ইনিংসে ৭ উইকেটে জয় সুনিশ্চিত করে গুজরাত। আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গুজরাত টাইটান্স মুখোমুখি হতে চলেছে। ইডেনে নামার আগে অধিনায়কের শাস্তিতে কিছুটা হলেও অস্বস্তিতে গুজরাট শিবির।

Read Also: IPL 2025: অভিষেক নায়ার এন্ট্রি নিতেই কপাল পুড়লো আইয়ারের, একাদশ থেকে করছেন আউট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *