গুজরাট ছাড়ছেন শুভমান গিল, 2026 IPL'এর আগেই নিচ্ছেন বড়ো সিদ্ধান্ত !! 1

আইপিএলে (IPL 2025) সাম্প্রতিক সময়ে একাধিক তরুণ ক্রিকেটারকে নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা গেছে। এই বছর রজত পাটিদারের (Rajat Patidar) অধিনায়কত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস রচনা করেছে। সঞ্জু স্যামসনের (Sanju Samson) অনুপস্থিতিতে রাজস্থান রয়্যালসের (RR) হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করছেন রিয়ান পরাগের (Riyan Parag) মতো তরুণ মুখ। অন্যদিকে শুভমান গিল (Shubman Gill) আইপিএলের মঞ্চে দুরন্ত পারফর্মেন্স করার পর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। এবার আগামী আইপিএলের (IPL 2025) আগে বড়ো সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি।

Read More: আগস্টেই আবার অধিনায়ক হিসেবে মাঠে ফিরছেন গিল, এই নতুন দলের হয়ে সামলাবেন দায়িত্ব !!

গুজরাট ছাড়ছেন গিল-

গুজরাট ছাড়ছেন শুভমান গিল, 2026 IPL'এর আগেই নিচ্ছেন বড়ো সিদ্ধান্ত !! 2
Shubman Gill | Images: Getty Images

২০২৪ আইপিএলের আগে গুজরাট টাইটান্স (GT) ছেড়ে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আবার মুম্বাই ইন্ডিয়ান্সে (MI) ফিরে এসেছিলেন। এর ফলে গুজরাটের নতুন অধিনায়ক হিসাবে শুভমান গিলকে (Shubman Gill) বেছে নেওয়া হয়। গত বছর আইপিএলে তার তত্ত্বাবধানে দল ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে পারেনি। তবে এই বছর এই তারকা ব্যাটসম্যান গুজরাটকে সামনে থেকে নেতৃত্ব দিয়েও এগিয়ে নিয়ে যান। ব্যাট হাতে দুরন্ত লড়াই চালিয়ে ভক্তদের মন জয় করেন গিল।

কিন্তু প্লে অফের এলিমিনেটর ম্যাচে ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২০ রানে হারের সম্মুখীন হয়ে গুজরাট ছিটকে যায়। এরপরই সূত্র অনুযায়ী দলের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে শুভমান গিলের (Shubman Gill)। ফলে তিনি ২০২৬ আইপিএলে (IPL 2026) নতুন দলের হয়ে মাঠে নামতে চান। ইতিমধ্যেই গুজরাট (GT) কর্মকর্তাদের ট্রেড উইনডোর মাধ্যমে অথবা মিনি নিলামের আগে তাকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে এখনও এই বিষয়ে কোনো অফিশিয়ালি বিবৃতি আসেনি।‌

দুরন্ত ফর্মে রয়েছেন গিল-

shubman-gill-on-his-captaincy-style, team india শুভমান গিল
Shubman Gill | Image: Getty Images

এই বছর আইপিএলে (IPL 2025) শুভমান গিল (Shubman Gill) ব্যাট হাতে ১৫ ম্যাচে ৬৫০ রান সংগ্রহ করে দুরন্ত ফর্মে ছিলেন। এরপর ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেয়ে ইংল্যান্ডের (IND vs ENG) মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের বিধ্বংসী হয়ে উঠেছিলেন তিনি। এই সিরিজে একের পর এক রেকর্ড গড়েন এই তরুণ তারকা। ২৫ বছর বয়সী ব্যাটসম্যান ৫ ম্যাচে ৭৫৪ রান সংগ্রহ করেন। ফলে ভারতীয় অধিনায়ক হিসেবে একটি সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন তিনি।

এরপর দলীপ ট্রফিতেও নর্থ জোনের হয়ে নেতৃত্বের দায়িত্ব সামলাতে চলেছেন শুভমান গিল (Shubman Gill)। তিনি এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় টি-টোয়েন্টি দলেও ফিরে আসতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য এখনও পর্যন্ত এই তারকা ব্যাটসম্যান ভারতের হয়ে ৩৭ টি টেস্ট ম্যাচে ২৬৪৭ রান সংগ্রহ করেছেন‌। ৫৫ টি একদিনের ম্যাচে তুলে নিয়েছেন ২৭৭৫ রান। এর সঙ্গেই আইপিএলেও ১১৮ ম্যাচে ৩৮৬৬ রান এসেছে গিলের ব্যাট থেকে।

Read Also: এশিয়া কাপে নেই ঋষভ পন্থ, টেস্ট প্রত্যাবর্তনও অনিশ্চিত তারকা ক্রিকেটারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *