রবিবার ইন্দোরে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ানডে সিরিজের নির্ণায়ক ম্যাচ। অথচ সেই শহরের নাম শুনলেই এখনও অনেকের মনে ভেসে ওঠে গত বছরের ভয়াবহ জলদূষণের ঘটনা। পুরসভার সরবরাহ করা দূষিত পানীয় জল পান করে প্রাণ হারান দশ জন। অসুস্থ হয়ে পড়েন প্রায় দুই হাজার মানুষ। সেই ভয়াবহ স্মৃতি এখনও তাজা। আর ঠিক সেই শহরেই রবিবার সিরিজ নির্ণায়ক ওয়ানডে খেলতে নামছে ভারতীয় দল।
ইন্দোরের জলের আতঙ্কে সতর্ক টিম ইন্ডিয়া

এই পরিস্থিতিতে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল কোনওরকম ঝুঁকি নিতে রাজি নন। সাম্প্রতিক সময়ে শারীরিক সমস্যায় ভুগতে থাকা গিল ইন্দোরে পানীয় জল নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করেছেন। খবর অনুযায়ী, প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের একটি উন্নত মানের ওয়াটার পিউরিফায়ার সঙ্গে নিয়ে ঘুরছেন তিনি। গত বছরের ঘটনার তদন্তে জানা যায়, নলবাহিত জলের পাইপলাইনে লিকেজ থেকেই জলে বিষক্রিয়া ছড়ায়।
Read More: বাদ শুভমান গিল-শ্রেয়স আইয়ার, রোহিতকে ক্যাপ্টেন বানিয়ে প্রকাশ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচের একাদশ !!
দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও কটু স্বাদ পাওয়া গেলেও অভিযোগ আমলে নেওয়া হয়নি। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটে। এই নিয়ে মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীর মন্তব্যও বিতর্ক সৃষ্টি করে। ঠিক এমন এক জায়গায় খেলতে নামার আগে গিলের এই সতর্কতা অনেকের কাছেই যৌক্তিক মনে হচ্ছে। কারণ, বিজয় হাজারে ট্রফিতে সিকিমের বিরুদ্ধে ম্যাচের দিনই পেট খারাপের কারণে সমস্যায় পড়েন তিনি।
ইন্দোরে পানীয় জল নিয়ে বাড়তি সতর্ক শুভমন গিল

মেডিক্যাল টিম তাঁকে বিশ্রাম নিতে বাধ্য করে। তার আগেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন। একের পর এক শারীরিক সমস্যায় ভুগতে থাকা গিল জানেন, সামান্য অবহেলাও বড় সমস্যার কারণ হতে পারে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই পিউরিফায়ারে RO প্রযুক্তির পাশাপাশি অতিরিক্ত পরিশোধনের সুবিধা রয়েছে। ইন্দোরের হোটেলে নিজের ঘরে সেই যন্ত্র বসিয়েছেন গিল—এমনটাই দাবি। যদিও ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি।
বর্তমানে ওয়ানডে সিরিজে ভারত ও নিউজিল্যান্ড ১–১ সমতায় রয়েছে। ফলে ইন্দোরের ম্যাচই ঠিক করবে সিরিজের ভাগ্য। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অধিনায়কের সুস্থ থাকা দলের জন্য অত্যন্ত জরুরি। নির্ণায়ক ম্যাচে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজের ফর্মে ফেরাটাও গিলের কাছে বড় চ্যালেঞ্জ। সম্প্রতি টি–টোয়েন্টি দল থেকে বাদ পড়া তাঁকে মানসিকভাবে কিছুটা চাপে ফেলেছে বলেই মনে করছেন অনেকে।