এশিয়া কাপ ২০২৫ এর (Asia Cup 2025) সুপার ফোরে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের লড়াই ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। পাকিস্তান প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট ১৭১ রান বানাতে সক্ষম হয়েছিল। সেই রান তাড়া করতে এসে শুরু থেকেই আগ্রাসন দেখিয়ে এসেছে ভারতীয় দলের খেলোয়াড়রা। শুধু ব্যাট হাতে নয় মুখেও পাকিস্তানি খেলোয়াড়দের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় খেলোয়াড়রা। লাইভ ম্যাচেই ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill) ও পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদি (Shaheen Afridi) বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।
শাহীনের সাথে কথাকাটাকাটি হয় গিলের

প্রসঙ্গত, প্রথম ইনিংসে ভারতীয় দলের খারাপ ফিল্ডিংয়ের পরেও পাকিস্তান দল মাত্র ১৭১ রান বানাতে সক্ষম হয়। যেখানে ভারতীয় দল রান তাড়া করতে এসে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ইনিংসের সূচনা করেছিলেন অভিষেক। ভারতের এমন শুরু দেখে বেশ হকচকিয়ে গিয়েছিল পাকিস্তান দলের খেলোয়াড়রা। শুধু যে অভিষেক একাই আগ্রাসী ব্যাটিং করেছেন এমন নয়, ব্যাট হাতে শুভমান গিলও (Shubman Gill) বেশ টক্কর দিয়েছেন।গিল দুর্দান্ত চারে সাইম আইয়ুব ও শাহিন শাহ আফ্রিদির মতো বোলারদের চাপের মুখে ফেলেন।
Read More: “চল বল কর BDKS#$&..”, আফ্রিদির সঙ্গে মাঠেই অভিষেকের তুমুল তর্কাতর্কির ভিডিও ভাইরাল !!
প্রসঙ্গত, ইনিংসের তৃতীয় ওভারে গিল কভার অঞ্চলের দিকে জোরালো একটি কভার ড্রাইভে বাউন্ডারি সংগ্রহ করেন এবং শাহীনের দিকে ইশারায় বোঝান ‘বল গিয়ে কুড়িয়ে নিয়ে এসো।’ ভারত বনাম পাকিস্তান মানেই রেষারেষি, তবে বিগত কয়েক বছর পাকিস্তান ও ভারতীয় দলের সম্পর্ক বেশ ভাল কেটেছে। তবে, পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতীয় দল যখন প্রথম বারের জন্য মুখোমুখি হয়েছিল তখন ভারত ম্যাচ জিতে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করেই প্যাভিলিয়নে ফিরে এসেছিল। আর এই ঘটনার রেশ এই ম্যাচেও ছিল। আজ ভারত যখন ব্যাটিং করতে এসেছিল তখন পাকিস্তানি খেলোয়াড়দের বেশ চড়াও হতে দেখতে পাওয়া গিয়েছিল।
পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল ভারত

আজকের ম্যাচের কথা বলতে গেলে, পাকিস্তানের বানানো ১৭১ রান তাড়া করতে এসে গিল ও অভিষেকের মধ্যে ১০৫ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৭৪ রানের ইনিংসটি খেলেন অভিষেক শর্মা। শুভমান ২৮ বলে ৪৭ রানের ইনিংস খেলেন, তিলোকের ব্যাট থেকে এসেছিল ১৯ বলে ৩০ রান। তাছাড়া, ১৩ বানান স্যামসন এবং ৭ বানান হার্দিক। ভারতীয় দলের এই দুরন্ত পারফরম্যান্সের পর ভারত এখন সুপার ফোরের শীর্ষে উঠে এসেছে।