Shubman-gill-sister-considers-sara-tendulkar-as-bhabhi/

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC FINAL) পরাজিত হয়ে দীর্ঘ ১ মাস ছুটি নিয়ে টিম ইন্ডিয়া প্রস্তুত নতুন লক্ষ্যে পারি দিতে। এবার নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) সার্কেলের জন্য ভারতীয় দলকে প্রস্তুতি নিতে হবে। ভারতীয় দলের পরবর্তী চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ যেখানে আগামীন ১২ ই জুলাই থেকে শুরু হতে চেলেছে টেস্ট সিরিজ। ক্যাপ্টেন রোহিতের (Rohit Sharma) নেতৃত্বে আবার একবার ওয়েস্ট ইডিজকে পরাস্ত করতে প্রস্তুতি নেবে টিম ইন্ডিয়া। তবে, এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শুভমান গিল (Shubman Gill)। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কন্যা সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে সম্পর্ক রয়েছে শুভমানের, রটেছিলো এমন কথাও, যার গুঞ্জন ছড়িয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। যদিও দুই জনের সম্পর্কের কোনো সিলমোহর পড়েনি বা কেউ নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলিনি। তবে, নেটপড়ায় তাদের নিয়ে চলতে থাকে চর্চা।

Read More: টিম ইন্ডিয়াতে সুযোগ না পেয়ে ভারত ছাড়লেন গব্বর, নেদারল্যান্ডস থেকে সেঞ্চুরি হাঁকিয়ে BCCI’এর মুখে মারলেন চড় !!

সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে গিল-সারার গুঞ্জন

Shubman Gill and Sara Tendulkar
Shubman Gill and Sara Tendulkar | Image: Twitter

একদিকে উইন্ডিজ সফরে উড়ে গিয়েছেন শুভমান গিল তো সারা এখন রয়েছেন কেনিয়াতে। পরিবারের সঙ্গে কাটাচ্ছেন সময়। তবে এবার শুভমানের দিদি সারার সঙ্গে এমন কিছু করলেন, যার জেরে আবারও সামনে এসেছে দুজনের সম্পর্কের নতুন গল্প। আসলে, সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় থাকেন সারা ও প্রতিদিন ফটো ভিডিও পোস্ট করেন নিজের একাউন্টে। ঠিক তেমনই একটি ফটো পাবলিশ দেন সারা। আর এখানেই শুরু হয় গল্প।

আসলে, শুভমান মতো, তার দিদি সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় থাকে। সম্প্রতি সারা তেন্ডুলকারের ভাইরাল হওয়া সাম্প্রতিক ছবি নিয়ে এমন প্রতিক্রিয়া দিয়েছেন শাহনীল গিল যা দেখে ভক্তরা সারা ও শুভমানের সম্পর্কের বীজ বপন করে ফেলেছেন। এমনকি নেটিজেনদের মতে, শাহনীল তার ভাইয়ের এই সম্পর্ক মেনে নিয়েছেন।

গিলের দিদি মেনে নিলেন গিল-সারার সম্পর্ক

Shahneel Gill and shubman gill
Shahneel Gill with Shubman Gill | Image: Twitter

সম্প্রতি ভক্তদের মধ্যে সচিন তেন্ডুলকারের কন্যা সারার শেয়ার করা ছবিতে শুভমান গিলের দিদি লাইক করেছেন। তার এই প্রতিক্রিয়ার কারণে, ভক্তরা ইতিমধ্যে তারা ও গিলে সম্পর্কে কথা ভেবে নিয়েছে। তবে দুজনের সম্পর্কে বাস্তবতা এখনো পর্যন্ত সামনে আসেনি । এমনকি দুজনকে এই বিষয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি। অন্যদিকে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন গিল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন বছর ২৩ এর এই তরুণ। আগামী দিনে টীম ইন্ডিয়া এক গুরুত্বপূর্ণ ও ভরসাযোগ্য ব্যাটসম্যান হয়ে উঠতে চলেছেন তিনি। এবছর বেশ দারুন ফর্মে রয়েছেন গিল, এখনো পর্যন্ত তিনি ২০২৩ সালে ৯ টি ইনিংস খেলে ৬২৪ রান করেছেন এবং তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। একই সময়ে, গিল তার ক্যারিয়ারে ২৪ টি ইনিংস মিলে ১৩১১ রান করেছেন এবং চারটি সেঞ্চুরি করেছেন তিনি।

Read Also: মধ্যরাতে অচেনা ব্যক্তিতে জড়িয়ে ধরলেন সারা তেন্ডুলকার, দেখে কেঁদে ভাসালেন শুভমান গিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *