শুভমান গিলের সাথে সুইমিং পুলে সারা আলী খান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ছবি !! 1

ভারতীয় ক্রিকেটের আকাশে নবতম নক্ষত্র শুভমান গিলের (Shubman Gill) ব্যক্তিগত জীবনও রয়েছে আতসকাঁচের তলায়। অভিনেত্রী সারা আলি খানের (Sara Ali Khan) সাথে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। এমনকি শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কন্যা সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে সম্পর্ক রয়েছে শুভমানের, রটেছে এমন কথাও। মাঠে, মাঠের বাইরে একাধিকবার ক্রিকেটজনতাকে দেখা গিয়েছে শুভমানকে উদ্দেশ্য করে ‘সারা…সারা’’ স্লোগান দিতে। মাঠে শুভমানের পারফর্ম্যান্স ভালো হোক বা খারাপ, বারবার নেটিজেনরা সারা’র প্রসঙ্গ তুলে এনে শুভমানকে কটাক্ষ করতে ছাড়েন না। তবে শুভমান, অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan) বা শচীন তনয়া সারা তেন্ডুলকর (Sara Tendulkar), কেউই এই বিষয়ে মুখ খোলেন নি কখনও।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারের পর এক মাস কোনো ম্যাচ ছিলো না ভারতীয় ক্রিকেট দলের। সেই সুযোগে ইউরোপের আনাচেকানাচে ছুটি কাটাতে দেখা গিয়েছিলো শুভমান গিলকে (Shubman Gill)। তরুণ ক্রিকেটার বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও ট্রেনে কফির কাপে চুমুক দিতে দেখা গিয়েছে তাঁকে, আবার কখনও প্যারিসের রাস্তায়। ক্রিকেটের পাশাপাশি ফুটবলেরও বড় ভক্ত তিনি। প্যারিসে পা দিয়েই ছুটেছিলেন প্যারিস সাঁ জঁরম (PSG) ক্লাবে। ইউরোপের অন্যতম সেরা ফুটবল ক্লাবও উষ্ণ অভ্যর্থনা জানায় ভারতীয় ক্রিকেট তারকাকে। নাম ও নম্বর ‘৭’ লেখা জার্সি তুলে দেওয়া হয় শুভমানের হাতে। এক ভিডিওবার্তায় ক্লাবকে ধন্যবাদ জানাতেও ভোলেন নি তিনি। সম্প্রতি শুভমানের (Shubman Gill) সেই ইউরোপ ট্যুরের একটি ছবিই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘ নীরবতার পর সারা’র সাথে প্রেমের স্বীকৃতি নাকি সেই ছবিতে দিয়েছেন ক্রিকেটার।

Read More: ভারতীয় দলকে এবার নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার, দায়িত্ব পেয়ে এই নয় খেলোয়াড়কে করাবেন অভিষেক !!

স্যুইমিং পুলে সারা, শুভমানের ছবি ভাইরাল-

Shubman Gill and Sara Ali Khan | Image: Instagram
Shubman Gill and Sara Ali Khan | Image: Instagram

ইবিজার এক মনোরম হোটেলে ছুটি কাটাচ্ছিলেন শুভমান। সেখানেই একটি ব্যালকনিতে হেলান দিয়ে ছবি তুলেছিলেন ক্রিকেট তারকা। সেই ছবি আপলোড করেছিলেন নিজের ইন্সটাগ্রামে। ছবিটি বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। শুভমানের (Shubman Gill) পিছনে যা স্যুইমিং পুল দেখা যাচ্ছিলো ছবিতে, সেখানেই নাকি জলকেলিতে ব্যস্ত ছিলেন বলিউড নায়িকা সারা আলি খান। এমনটাই দাবী করা হচ্ছিলো সোশ্যাল মিডিয়া পোস্টে। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এই গুঞ্জন। এর আগে বারদুয়ের একসাথে বিমানযাত্রা করতে দেখা গিয়েছিলো সারা আলি খান (Sara Ali Khan) এবং শুভমানকে (Shubman Gill)। এরপর একসাথে ছুটি কাটানোর খবর সামনে আসতেই উদগ্রীব গয়ে ওঠেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকে শুভেচ্ছায় জানান শুভমানকে। তবে কিছুক্ষণের মধ্যে ভুল ভাঙে সকলের। দেখা যায় যে ছবিটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে তা আদতে কম্পিউটারের কারসাজিতে বানানো। শুভমানের (Shubman Gill) ইন্সটাগ্রামের ছবিতে স্যুইমিং পুলে দেখা যায় নি কাউকেই।

শুভমান (Shubman Gill) যখন ইউরোপে ছুটি কাটাচ্ছিলেন, সারা আলি খান (Sara Ali Khan) আদতে তখন ছিলেন ভারতেই। নিজের সিনেমা ‘জরা হটকে জরা বঁচকে’ প্রোমোশনে ব্যস্ত ছিলেন তিনি। এই চলচ্চিত্রে ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করেছেন সারা। সিনেমাপ্রেমীদের বেশ পছন্দ হয়েছে চলচ্চিত্রটি। ভারতের বাজারে গত এক মাসে ৮৩.০৩ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। এছাড়াও ছবির গানগুলিও ঘুরছে মুখে মুখে।

দেখে নিন শুভমান গিলের ইন্সটাগ্রাম পোস্টটি-

Also Read: BCCI নিলো মস্ত বড় সদ্ধান্ত, অবসরের পরেও বিদেশি লীগে খেলা হচ্ছে না ভারতীয় প্লেয়ারদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *