ছুপা রুস্তম শুভমান গিল, একসাথে ৩ নারীকে করছেন ডেটিং !! 1

ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র হলেন শুভমান গিল (Shubman Gill)। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার বর্তমানে বিশ্ব ক্রিকেটের ত্রাস। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব করার দায়িত্ব পেয়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। এবার সেই শুভমান এশিয়া কাপের দলে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন। অল্প বয়সেই গুরুদায়িত্ব পালন করছেন শুভমান। শুভমানের প্রেম জীবন নিয়ে বেশ জল্পনা কল্পনা শুরু হয়েছে। শুভমান প্রায়শই সবচেয়ে বেশি আলোচনায় আসেন মহান ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারের (Sachin Tendulkar) সাথে। একাধিক বার তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার খবর সামনে এসেছে। যদিও দু’জনের কেউই প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি।

সারার সাথে প্রেমের গুঞ্জন নেটপাড়ার হিট টপিক

Shubman Gill and Sara Tendulkar, শুভমান গিল
Shubman Gill and Sara Tendulkar | Image: Twitter

বর্তমানে শুভমান গিল দুর্দান্ত ছন্দে ব্যাটিং করছেন তার দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের দৌলাতেই তাকে ভারতীয় দলে গুরু দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। বিগত দুই বছরে সাদা বলের ক্রিকেটে উন্নতির সাথে সাথে লাল বলের ক্রিকেটে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছেন তিনি। নিজের ব্যাটিং পারফরমেন্সের সাথে সাথে ব্যক্তিগত জীবনেও একের পর এক মহিলা চরিত্রের সঙ্গে নাম জড়িয়ে পড়ছে তাঁর। সারা টেন্ডুলকারের পাশাপশি, অভিনেত্রী অবনিত কৌরের নাম শোনা যায় শুভমান গিলের সাথে। অবনিত কৌর বর্তমানে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করার লড়াইয়ে আছেন। গিলের সাথে তাঁর সম্পর্কের গুঞ্জন উঠেছিল সমাজ মাধ্যমে। তবে, শুভমান ও অবনীতের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক রয়েছে কিনা তা এখনও পরিস্কার নয়।

Read More: টিম ইন্ডিয়ার তুলোধোনা করাই হলো কাল, এশিয়া কাপ থেকে বিতাড়িত হলেন এই জনপ্রিয় কমেন্টেটর !!

ফ্রন্ট ফুটে ব্যাটিং করছেন শুভমান

ছুপা রুস্তম শুভমান গিল, একসাথে ৩ নারীকে করছেন ডেটিং !! 2

পাশাপশি, আরও এক চর্চিত নাম হলো সারা আলি খান। সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান বর্তমানে বলিউড কাঁপাচ্ছেন। শুভমান ও সারার গুঞ্জন সমাজ মাধ্যমে বেশ তোলপাড় শুরু করেছিল। তবে সেই বিষয়টি গুঞ্জন পর্যায়েই সীমাবদ্ধ। এক সাক্ষাৎকারে সারাকে শুভমানের সাথে প্রেম করছেন কিনা জিজ্ঞাসা করতেই সারা বলে ওঠেন- শুভমানের সাথে যে সারার নাম উঠে আসছে সেটা তিনি নন। সারা আলী খানের সঙ্গে আবার বলিউড সেলিব্রেটি কার্তিক আরিয়ানের নাম বেশ শোনা যায়। অন্যদিকে শুভমান গিলের ক্রিকেট জীবনের কথা বলতে গেলে বর্তমানে অসাধারণ ছন্দে রয়েছেন শুভমান। তাঁর ব্যাটিং প্রদর্শন ভক্তদের সাথে সাথে ক্রিকেট বিশেষজ্ঞ দের দৃষ্টি আকর্ষণও করে নিয়েছে। সামনে শুরু হচ্ছে এশিয়া কাপ আর এশিয়া কাপে দুর্দান্ত প্রদর্শন দেখানোর লক্ষে থাকবে শুভমান।

Read Also: Asia Cup 2025 AFG vs HKG Preview: উদ্বোধনী ম্যাচে ‘ফেভারিট’ আফগানিস্তান, ‘জায়ান্ট কিলার’ হওয়ার স্বপ্ন দেখছে হং কং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *