দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20 Match) বিপক্ষে আজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে চলতি এই সিরিজকে বিসিসিআই (BCCI) গুরুত্বের সঙ্গে দেখছে। বর্তমানে প্রোটিয়াদের বিরুদ্ধে লড়াইয়ে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে শুভমান গিলরা (Shubman Gill)। ফলে ব্লু ব্রিগেডরা আজ দুরন্ত জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের দখলে করতে চাইছে। অন্যদিকে গৌতম গম্ভীর (Gautam Gambhir) একাদশে একাধিক পরিবর্তন ঘাটলেও এখনও বেশকিছু সমস্যা রয়ে গেছে। ধারাবাহিকভাবে বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হচ্ছেন শুভমান গিল (Shubman Gill) থেকে সূর্যকুমার (Suryakumar Yadav)।
Read More: পরিশ্রমের ফল পেলেন সরফরাজ খান, শেষ বেলায় দলে নিয়ে মাস্টারস্ট্রোক দিল CSK !!
ছিটকে গেলেন শুভমান গিল-

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন কলকাতার ইডেন গার্ডেন্সে ঘাড়ে যন্ত্রণা অনুভব করেন শুভমান গিল। এই কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে চোট সারিয়ে আবারও টি-টোয়েন্টি সিরিজে কামব্যাক করেছিলেন এই তারকা। সহ অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করছিলেন তিনি। কিন্তু লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ম্যাচের আগে পায়ে চোট পাওয়ার কারণে ছিটকে গেলেন গিল।
শুক্রবার শেষ ম্যাচেও তার খেলার সম্ভাবনা খুবই কম। উল্লেখ্য চলতি সিরিজে ব্যাট হাতে ফর্মে ছিলেন না তিনি। ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছেন। ৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৩২ রান। অন্যদিকে চলতি সিরিজে অসুস্থতার কারণে এর আগে ছিটকে গিয়েছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। এই তারকা অলরাউন্ডারের বলদে দলে এসেছেন শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)।
IND vs SA টি-২০ সিরিজের সময়সূচি-

ম্যাচ নং: ০৪
তারিখ: ১৭/১২/২০২৫
ভেন্যু: একানা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ
সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)
IND vs SA ম্যাচের প্রিভিউ-

ধর্মশালায় শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুরন্ত ফর্মে ছিল ভারতীয় দল। এই ম্যাচের প্রথম ইনিংসে আর্শদীপ সিং (Arshdeep Singh), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), হর্ষিত রানা (Harshit Rana) বল হাতে জ্বলে উঠেছিলেন। একমাত্র এইডেন মার্করামের (Aiden Markram) ৪৬ বলে ৬১ রানে ভর করে ১১৭ রানে পৌঁছাতে সক্ষম হয় প্রোটিয়ারা। এই রান তাড়া করতে নেমে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে মোট ২ উইকেট তলে নেন আর্শদীপ। ফলে তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন।
এখনও পর্যন্ত কুইন্টন ডি ককের (Quinton de Kock) দল ভারতের বিপক্ষে মোট ৩৩ টি টি-টোয়েন্টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে সূর্যকুমার যাদবরা ১৯ টি ম্যাচে জয়লাভ করেছে। দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে ১৩ টি ম্যাচে। ১ টি ম্যাচে কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।