আবার একবার রান আউটের সঙ্গে জড়িয়ে পড়লেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের তারকা ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) ইচ্ছাকৃত ভাবে রান আউট করিয়েছিলেন। আসলে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা যেন পুরোপুরি ছিল যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) নামে। শুরু থেকেই ছন্দ দেখিয়ে এসেছিলেন জয়সওয়াল। তরুণ বামহাতি ব্যাটসম্যান দিন শেষে ১৭৩ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় দিনে যখন যশস্বী ব্যাটিং করতে আসেন ডবল সেঞ্চুরি হাঁকানোর উদ্দেশ্যে। তবে, দ্বিশতরান ছুঁতে ব্যার্থ হন জয়সওয়াল।
যশস্বীকে রান আউট করেন শুভমান

দ্বিতীয় দিনের সকালে যা ঘটল, তা যেন কেউ ভাবতেও পারেনি। জ্যাডেন সিলসের বলে জোরে শর্ট মিড উইকেটের দিকে ঠেলে দেন। আর শটটি খেলার পরেই দৌড়ে পড়েন, কিন্তু অপর প্রান্তে থাকা শুভমান গিল হঠাৎ হাত তুলে জানিয়ে দিলেন – “না!” ততক্ষণে যশস্বী প্রায় মাঝপথে। তবে ফিরে যাওয়ার আর সুযোগ ছিল না যশস্বীর কাছে। ফিল্ডারের নিখুঁত থ্রোতে ১৭৫ রানেই থেমে যায় যশস্বীর ব্যাটিং। রান আউটের পর হতাশায় ভেঙে পড়েছিলেন যশস্বী।
রোহিতকেও ছাড়েননি গিল

কিন্তু অবাক করা বিষয় হলো, এটা গিলের প্রথম “রান আউট বিতর্ক” নয়। এর আগেও তিনি একইভাবে বিপাকে ফেলেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকেও। ঘটনাটা গত বছর ঘটেছিল। ১৪ মাস পর টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরেছিলেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ঘটেছিল সেই অঘটন। রোহিত ব্যাটে বলে টোকা দিয়েই ছুটলেন রান নিতে। কিন্তু গিল নড়লেনই না! বলের দিকে তাকিয়েই থাকলেন। রোহিত তখন মাঝপথে, ফেরারও উপায় নেই। ফিল্ডারের থ্রো সরাসরি স্টাম্পে, আর ভারতীয় অধিনায়ক তখন প্যাভিলিয়নের পথে— শূন্য রানে আউট। দুই ঘটনাই যেন একে অপরের প্রতিচ্ছবি — এক ভুল সিদ্ধান্ত, এক ভুল বোঝাবুঝি, আর তার শিকার সতীর্থ ব্যাটার। এবার যশস্বী, আগেরবার রোহিত।