ইতিহাসের প্রতিটি অধ্যায়ে ভারতীয় ক্রিকেটে অসংখ্য তারকা উঠে এসে দলকে এগিয়ে নিয়ে গেছেন। শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) পর ব্লু ব্রিগেডদের ব্যাটিং অর্ডারকে আন্তর্জাতিক মঞ্চে এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন বিরাট কোহলি (Virat Kohli)। বর্তমানে শুভমান গিল (Shubman Gill) নিজের ব্যাটের জাদুতে বিশ্বমঞ্চে নিজের ছাপ ফেলার চেষ্টা করছেন। রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর এই তরুণ তারকা ভারতীয় লাল বলের ক্রিকেটে নেতৃত্বের দায়িত্বে পেয়েছেন। এরপরেই শুভমান গিলকে ব্যাটাতে আরও পরিণত মনে হচ্ছে। ইংল্যান্ডের (IND vs ENG) মাটিতে টেস্ট সিরিজে তিনি গড়ছেন একাধিক রেকর্ড।
Read More: আইপিএলের আগেই দল বদলালেন বিরাট কোহলি, দিল্লির হয়ে মাঠে তুলবেন ঝড় !!
শচীনের রেকর্ড ভাঙবেন গিল-

ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে শুভমান গিল (Shubman Gill) চতুর্থ স্থানে ব্যাট করতে আসেন। দলের প্রয়োজনে তিনি নিজের ব্যাটিংয়ের স্থান পরিবর্তন করেছেন। প্রথম ম্যাচেই গিল (Shubman Gill) ব্যাট হাতে জ্বলে ওঠেন। এই ম্যাচের প্রথম ইনিংসে ২২৭ বলে ১৪৭ রান সংগ্রহ করেছিলেন এই তারকা ব্যাটসম্যান। দ্বিতীয় টেস্টেও তিনি ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন। প্রথম দিনের শেষে ২১৬ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন তিনি। গিলের ব্যাট থেকে আসে ১২ টি চার।
মাত্র ২৫ বছর বয়সে ১৬ টি আন্তর্জাতিক শতরান গড়ে এই তারকা রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। স্বয়ং শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “বরাবরের মতো শান্ত থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখে ব্যাটিং করেছেন শুভমান (Shubman Gill)। সত্যিই দারুন ব্যাটিং করছেন গিল।” এত অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে প্রভাব বিস্তার করেছেন তিনি। অধিনায়কত্বের চাপ নিয়েও ব্যাটিং পারফর্মেন্সকে এগিয়ে রেখেছেন এই তারকা। ফলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন বিরাট কোহলি (Virat Kohli) নয় বরং গিল (Shubman Gill) শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) একাধিক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করবেন।
লড়াই চালাচ্ছে ভারত-

প্রথম টেস্টে হেডিংলেতে ইংল্যান্ডের বিপক্ষে হারের সম্মুখীন হয় ভারতীয় দল (IND vs ENG)। ম্যাচে ব্যাট হাতে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), কেএল রাহুল (KL Rahul), ঋষভ পান্থ (Rishabh Pant) এবং শুভমান গিল (Shubman Gill) দুরন্ত শতরান হাঁকান। কিন্তু বোলিং বিভাগে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ছাড়া আর কেউ প্রভাব ফেলতে পারেননি। ভারতীয় দলের ফিল্ডিংও রীতিমতো সমালোচনার মুখে পড়ে। ফলে দ্বিতীয় টেস্টে ব্লু ব্রিগেডদের একাদশে একাধিক পরিবর্তন করেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বুমরাহকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়ার সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হয়েছে সাই সুদর্শন (Sai Sudarshan) ও শার্দুল ঠাকুর (Shardul Thakur)।
অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট ম্যাচে ওপেনিং করতে নেমে কেএল রাহুল (KL Rahul) ৪ রানে আউট হয়ে মাঠ ছাড়েন। এরপর করুন নায়ারও (Karun Nair) বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হন। তবে তরুণ ওপেনার যশস্বী (Yashsavi Jaiswal) ব্যাট হাতে একদিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার ব্যাট থেকে আসে ১০৭ বলে ৮৭ রান। এর সঙ্গেই প্রথম দিনের শেষে শুভমান গিলের (Shubman Gill) অপরাজিত শতরান এবং জাদেজার (Ravindra Jadeja) অপরাজিত ৪১ রানে ভর করে ভারতীয় দল ৫ উইকেট হারিয়ে ৩১০ রান সংগ্রহ করেছে।