“৫০০ টাকা খরচ তো করো…” সোশ্যাল মিডিয়ায় শুভমান গিলের উদ্দেশ্যে পরামর্শ নেটজনতার !! 1

ভারতীয় ক্রিকেটের আকাশে নবতম তারা শুভমান গিল (Shubman Gill) প্রায়শই থাকেন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্যাটিং-এর জাদুতে গত কয়েক মাস অনুরাগীদের মাতিয়ে রেখেছেন তিনি। চলতি বছরে টেস্ট, একদিনের ক্রিকেট এবং টি-২০, ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শতরান করেছেন তিনি। এমনকি একদিনের খেলায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেছেন দ্বিশতরানও। আইপিএলেও অনবদ্য ব্যাটিং করতে দেখা গিয়েছে ২৩ বছরের শুভমানকে। ১৭ ম্যাচে ৮৯০ রান করে সাড়া ফেলে দিয়েছেন তিনি। জিতেছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বলা হচ্ছে তাঁকেই। মাঠে শুভমানের (Shubman Gill) পারফর্ম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহের অন্ত নেই। সোশ্যাল মিডিয়ায় এর মধ্যেই বেশ হিট তিনি। ইন্সটাগ্রামে শুভমানের ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ৭২ লাখের গণ্ডী। ট্যুইটারেও শুভমানকে ফলো করেন ১২ লাখ অনুরাগী।

২৩ বর্ষীয় ওপেনারের প্রেম জীবন বারবার এসেছে সোশ্যাল মিডিয়ার ফোকাসে। তাঁর সাথে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী সারা আলি খানের (Sara Ali Khan)। এমনকি শচীন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সাথে শুভমানের সম্পর্ক নিয়ে গুঞ্জনে মুখরিত হয়েছে সমাজমাধ্যম। এই বিষয়ে কোনো মন্তব্য শুভমান বা সারা না করলেও চর্চা থামাতে রাজী নয় নেটিজেনরা। সাফল্য বা ব্যর্থতার নানা মুহূর্তে শচীন তনয়ার নাম উল্লেখ করে শুভমানকে কটাক্ষ তাই চলছেই। সোশাল মিডিয়ায় নিয়মিত একের পর এক ছবি পোস্ট করে অনুরাগীদের চর্চার বিষয়বস্ত নিরন্তর যুগিয়ে চলেছেন শুভমান (Shubman Gill) নিজেও। দিনকয়েক আগে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স লীগ জয়ী ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির তারকা কেভিন দে ব্রুইনির (Kevin De Bruyne) সাথে ছবি পোস্ট করেছিলেন তিনি। ফ্রান্সের বিখ্যাত ক্লাব প্যারিস সাঁ জঁরমের (PSG) তরফ থেকে জার্সি উপহার পেয়েছেন তিনি। সেই জার্সি হাতে শুভমানের (Shubman Gill) ছবিও ভাইরাল নেটজগতে। তবে তাঁর অধিকাংশ সেলফিতে যে ব্যাপারটি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে তা ফোনের কভারে রাখা একটি পাঁচশ টাকার নোট।

Read More: স্ত্রী রিতিকা’র জন্য গভীর সমুদ্রে ঝাঁপ দিলেন রোহিত শর্মা, কারণটা জানলে চোখ কপালে উঠবে !!

নেটজনতার চর্চার কেন্দ্রে শুভমানের ফোন কভার-

Shubman Gill | Image: Instagram
Shubman Gill | Image: Instagram

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ছবি পোস্ট করেন শুভমান (Shubman Gill)। এর মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছবিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। দৃশ্যমান হয় তাঁর আইফোনটি। লক্ষাধিক টাকা মূল্যের ফোন নয়, নেটিজেনদের নজর বারবার কেড়ে নেয় ফোনের কভারে সযত্নে রক্ষিত পাঁচশ টাকার নোটটি। এই ভাবে নোট রেখে দেওয়া ভারতীয়দের অভ্যাস। আধুনিক যুগে মানুষ মানিব্যাগ নিতে ভুললেও ফোন যে ভুলবে না তা এক প্রকার নিশ্চিত। ফলে রাস্তায় বেরিয়ে আচমকা অর্থের প্রয়োজন পড়লে ফোনের পছনে রক্ষিত টাকাই কাজে আসে। মহাতারকা ক্রিকেটারও এহেন ছাপোষা মধ্যবিত্তের মত অভ্যাস দেখে বিনোদন খুঁজে নিয়েছে নেটপাড়া। সম্প্রতি ইউরোপে ট্রেন ভ্রমণকালে একটি ছবি শেয়ার করেছিলেন শুভমান (Shubman Gill)। সেখানে তাঁর হাতে দেখা যাচ্ছে ফোনটি। কভারে সযত্নরক্ষিত পাঁচশ টাকা দেখে এক নেটিজেনের টিপ্পনি, “ঐ ৫০০ টাকা খরচ তো করো,” “দুনিয়ায় কেবল ওই পাঁচশ টাকার নোটটার জায়গায় বদলায় না” লিখেছেন আরেকজন। ডিজিটাল যুগে সর্বক্ষণ নোট কাছে রাখেন কেনো শুভমান? উত্তর খোঁজার চেষ্টা করেছেন অনেকে। তাঁদের বক্তব্য- ঐ নোট আসলে প্রেমিকা সারা’র (Sara Tendulkar)  দেওয়া উপহার। ফলে কাছ ছাড়া করতে রাজী নন শুভমান গিল।

Shubman Gill | Image: Instagram
Shubman Gill | Image: Instagram
Shubman Gill | Image: Instagram
Shubman Gill | Image: Instagram
Shubman Gill | Image: Instagram
Shubman Gill | Image: Instagram

দেখুন শুভমানের পোস্টে নেটিজেনদের প্রতিক্রিয়া-

Shubman Gill | Image: Instagram
Shubman Gill | Image: Instagram

WTC ফাইনালে জরিমানা শুভমান গিলের-

Shubman Gill | wtc final 2023 | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

ইংল্যান্ডের ওভাল মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে মুখোমুখি হয়েছিলো ভারত ও অস্ট্রেলিয়া। চতুর্থ দিন ভারতের দ্বিতীয় ইনিংস চলাকালীন স্কট বোল্যান্ডের বল  শুভমানের ব্যাট ছুঁয়ে জমা পড়ে গালিতে দাঁড়ানো ক্যামেরন গ্রিনের (Cameron Green)  হাতে। ক্যাচটি নিয়ে সন্দেহের অবকাশ ছিলো। তবুও আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরো। ভারতের তরুণ ওপেনার নিজে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেন নি। খেলা শেষের পর গোটা ঘটনার স্ক্রিনশট নিয়ে তা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সরাসরি সিদ্ধান্তের প্রতিবাদের রাস্তা নেওয়ায় তিনি যে শাস্তির মুখে পড়বেন তা আগেই জানিয়ে দিয়েছিলেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)। বাস্তবেও হলো তাই।

আইসিসি ঘোষণা করেছে যে তাদের আচরণবিধির ২.৭ ধারা ভেঙেছেন শুভমান (Shubman Gill)। এই ধারা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন নেওয়া কোনো সিদ্ধান্তের প্রকাশ্যে সমালোচনা করে শাস্তি পাচ্ছেন তিনি। পন্টিং বলেছিলেন যে নির্বাসিত হতে পারেন ভারতীয় ওপেনার। তবে তা করা হয় নি আইসিসির তরফে। পরিবর্তে তাঁর ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। স্লো ওভার রেটের জন্য আগেই ১০০ শতাংশ ম্যাচ ফি খুইয়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সেই তালিকায় ছিলেন শুভমানও(Shubman Gill)। তারপর আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদের জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নেওয়ায় অতিরিক্ত জরিমানা দিতে হচ্ছে তাঁকে। মোট ১১৫ শতাংশ জরিমানার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে।

Also Read: “এমনটা তো মানা যায় না…” সারা’কে পছন্দ শুভমান গিলের বেস্ট ফ্রেন্ডের, প্রতিক্রিয়া জানালো নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *