সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বে ৯ মাসের মধ্যে দ্বিতীয় আইসিসি শিরোপা জয় করলো টিম ইন্ডিয়া। ভারতীয় দল আইসিসি ইভেন্টে অসাধারণ প্রদর্শন দেখিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নিজেদের নামে করে নিয়েছে। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালে পরাজয়ের পর ভারতীয় দল, ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালেও পৌঁছে গিয়েছিল। যদিও সেই ফাইনালে চোখের জল ফেলতে হয়েছিল রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) সহ পুরো দেশবাসীর। তবে, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দল অসাধারণ প্রদর্শন দেখায়, কোনো ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন শিপ জয় করে ভারত, এরপর ২০২৫ সালে আবার একটি শিরোপা জয় করলো ভারত।
টেস্ট ফরম্যাটে লাগাতার ব্যার্থ হচ্ছেন রোহিত

ভারতীয় ক্রিকেটারদের আপাতত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025) খেলতে দেখা যাবে। যে কারণে আগামী দুইমাস ভারতকে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতেও দেখা যাবে না। ২০২৫ সালে ভারত তাদের পরবর্তী ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে চলেছে। ইংলিশ দলের বিরুদ্ধে রোহিত শর্মাকে (Rohit Sharma) টেস্ট ফরম্যাটে খেলতে দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বিগত কয়েক মাস ধরেই ব্যাট হাতে টেস্ট ফরম্যাটে তেমন কোনো রান নেই রোহিতের। ব্যাট হাতে নিতান্তই ব্যার্থ হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠেও ফ্লপ হয়েছেন রোহিত। এমনকি ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র একটি অর্ধ-শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে।
Read More: “হুমকি ফোন পেয়েছিলাম…” স্মৃতি রোমন্থন বরুণ চক্রবর্তী’র, প্রকাশ্যে আনলেন দুঃসহ অভিজ্ঞতা !!
শুভমান গিলকে দেওয়া হবে গুরু দায়িত্ব

সূত্রের খবর, এবার হয়তো টেস্ট ফরম্যাট থেকে বাদ পড়তে হবে রোহিত শর্মাকে। বিগত কয়েক মাস তার এই ফরম্যাটে এমন ধরণের পারফরমেন্সের পর নির্বাচকরা বেশ প্রশ্ন তুলেছে। জানা গিয়েছে, রোহিত দল থেকে বাদ পড়লেই নতুন ক্যাপ্টেন বাছাই করে রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আসলে, বর্তমানে ভারতীয় দলের ওডিআই ফরম্যাটে রোহিতের ডেপুটি হিসাবে শুভমান গিলকে (Shubman Gill) দেখতে পাওয়া যাচ্ছে। দলে আরও অভিজ্ঞ খেলোয়াড়রা থাকলেও শুভমান ওডিআই ফরম্যাটে ভারতীয় দলের সহ অধিনায়ক। এবার টেস্ট ফরম্যাটে শুভমান গিলকে অধিনায়ক করতে চাইছে বিসিসিআই নির্বাচকরা। ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের বদলে শুভমান গিলকে অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যেতে পারে।