BCCI-এর অবহেলার পাত্র হয়ে উঠলেন শুভমান গিল, টি-20 ফরম্যাট থেকে পড়লেন চিরকালের জন্য বাদ !! 1

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রকাশ্যে এসেছে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড। ভারতীয় দলের এই স্কোয়াড। থেকে বাদ পড়েছেন শুভমান গিল (Shubman Gill)। বিগত কয়েক মাস ধরেই সাদা বলের ছোট ফরম্যাটে দেখা যাচ্ছে না শুভমান গিলকে। শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তাকে খেলতে দেখা গিয়েছিল। যদিও শ্রীলংকার মাটিতে তার ব্যাট থেকে কোন বড় ইনিংস দেখতে পাওয়া যায়নি। শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন শুভমান গিল। ব্যাট হাতে শুভমান ২ ম্যাচে ৭৩ রান বানিয়েছিলেন। বিগত ছয় মাসে শুভমান গিল বেশ ব্যার্থ হয়েছেন, ব্যাট হাতে তাকে সেরাটা দিতে দেখা যায়নি। সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে শুভমান গিলের ব্যাট শান্তই ছিল।

T20 দল থেকে বাদ পড়লেন শুভমান

Shubman Gill, rohit sharma
Shubman Gill | Image: Getty Images

শুভমান ভারতীয় দলের একজন দুর্দান্ত খেলোয়াড় হিসেবে পরিচিত। তিনি কয়েক মাস আগেই দলের সহ অধিনায়ক ছিলেন। তবে, এখন তিনি দলের আনাচে কানাচে নেই বলেই সন্ধেও ভক্তদের। সূত্রের খবর, ভারতীয় দলের এই তারকা খেলোয়াড়কে বিসিসিআই আপাতত তাদের টি-টোয়েন্টির সেট আপে রাখতে চাইছে না। শুভমান গিলের বদলে দলে জায়গা করে নিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ব্যাট হাতে সঞ্জু তার শেষ পাঁচ টি-টোয়েন্টি আই ইনিংসে ৩টি শতরান হাঁকিয়েছেন। শুধু তাই নয়, ব্যাটসম্যান হিসেবে সঞ্জু যেমন ফর্ম দেখাচ্ছেন ঠিক তেমনই উইকেট রক্ষক হিসাবেও তিনি বেশ সফল হয়েছেন। তাই শুভমানের জায়গায় আপাতত সঞ্জু দখল করে ফেলেছেন।

আগামী দিনে পাবেন না সুযোগ

Shubman Gill, ind vs afg
Shubman Gill | Image: Getty Images

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি আর এসময় শুভমান গিলকে ফর্মে থাকাটা জরুরি। শুভমান নিজের ফর্ম হারিয়েছেন, সাথে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের জায়গাও হারিয়েছেন। আপাতত ভারতীয় দলের ওপেনার হিসাবে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাকে দেখতে পাওয়া যাচ্ছে, তবে বিশ্রাম কাটানোর পর সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল জুটিকে দেখতে পাওয়া যাবে। শুভমান ভারতীয় দলের হয়ে ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তিনি ৩০.৪২ গড়ে ও ১৩৯.২৮ স্ট্রাইক রিটে ৫৭৮ রান বানিয়েছেন। এই ফরম্যাটে শুভমান ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক স্কোর হাঁকিয়েছিলেন। দেশের বাইরে শুভমান বেশিরভাগ ম্যাচেই ফ্লপ হয়েছেন, তাছাড়া ভারতীয় টি-টোয়েন্টি দলের সদ্য পারফরমেন্সের পর দল থেকে বাদ পড়বেন শুভমান।

Read Also: টিম ইন্ডিয়াতে রোহিত-কোহলিদের দাদাগিরির দিন শেষ, দলে থাকতে হলে মানতেই হবে এই সিদ্ধান্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *