এশিয়া কাপের পরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। তবে, দল ঘোষণা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সামনের সপ্তাহে UAE’তে বসতে চলেছে এশিয়া কাপের আসর। আর এই আসরে ভারতের পরিকল্পনা থাকবে শিরোপা জয়ের। ভারতীয় ক্রিকেট দল বর্তমানে এশিয়া কাপকে সামনে রেখে টি-টোয়েন্টিতে মনোযোগ দিচ্ছে। তবে টুর্নামেন্ট শেষ হলেই তাদের লক্ষ থাকবে টেস্ট ক্রিকেটের দিকে। আগামী ২ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ।
দল নির্বাচনে BCCI’এর বিলম্ব

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) চক্রের ম্যাচটি খেলতে চলেছে। যদিও এই সিরিজের জন্য এখনও দল নির্বাচন করে উঠতে পারেনি বিসিসিআই। আসলে, বিসিসিআইয়ের নির্বাচন কমিটিতে পরিবর্তন আসছে বলেই মূলত এই দেরি হচ্ছে। মুখ্য নির্বাচকের ভূমিকায় এখনও অজিত আগারকারকে (Ajit Agarkar) রেখে দেওয়া হয়েছে। তবে, দুজন সদস্যকে বদলে ফেলা হয়েছে। সূত্রের খবর, নতুন নির্বাচক যোগ দেওয়ার প্রক্রিয়া শেষ হতে প্রায় দুই সপ্তাহ লাগতে পারে। তাই সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে উইন্ডিজদের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণা হওয়ার সম্ভাবনাই বেশি।
Read More: “জেতা সম্ভব না…” সাফ জানালেন ভুবনেশ্বর কুমার, এশিয়া কাপের আগে সাড়া জাগানো মন্তব্য তারকা পেসারের !!
এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, “এটি হোম হতে চলেছে। যে কারণে কিছুটা দেরি হলেও কোনো সমস্যা নেই। নতুন নির্বাচক আসলে ভালো, যদি তা নয় তাহলে বর্তমান কমিটিই দল ঘোষণা করবে।” এখানেই শেষ নয়, ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তরুণ ভরসা হয়ে উঠেছেন শুভমান গিল (Shubman Gill)। এবার তাকে নিয়েই নতুন করে মাথা ঘামাচ্ছে বিসিসিআই। এশিয়া কাপ শেষ হওয়ার পরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে। সেই সিরিজে শুভমান গিলের অধিনায়কত্ব নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
শুভমান গিলকে নিয়ে বাড়ছে সংশয়

ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছিলেন, সাথে তাঁর অধিনায়কত্ব ছিল অসাধারণ। বোর্ডের অভ্যন্তরীন সূত্রের খবর ফিটনেস জনিত সমস্যার কারণে এবং টানা ম্যাচ খেলার কারণে গিলকে পূর্ণ সময়ের নেতৃত্ব দিতে চাইছে না। তাই অভিজ্ঞ কাউকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়ার কথাও ভাবছে বোর্ড। ইংল্যান্ডে ব্যাট হাতে অসাধারণ ছিলেন। তবে, ক্যাপ্টেন হিসাবে তাকে ম্যাচের বেশিরভাগ সময়ই অজ্ঞাত দেখিয়েছে। ভারতে বেশিরভাগ ম্যাচ স্পিন পিচে খেলা হবে, শেষবার স্পিন পিচে মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে এই সিরিজের আগে নেতৃত্বের বদল আনতে চাইছে।