ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় হলেন শুভমান গিল (Shubman Gill)। টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়কত্ব করা শুভমান গিলের ব্যাক্তিগত জীবন নিয়ে বেশ চর্চা চলতে থাকে। শুভমান বর্তমানে তাঁর ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন। রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হয়েছেন শুভমান গিল। ইংল্যান্ডে গুরুত্বপূর্ণ সিরিজে ৭৫.৪০ গড়ে ৭৫৪ রান বানিয়েছেন সাথে ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। শুভামনের এই দূর্দান্ত ফর্ম- এর কারণে চলতি এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন করা হয়েছে তাঁকে।
স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমান

সবকিছুর মাঝে ভারতীয় দলের এই স্টার প্লেয়ারের ব্যাক্তিগত জীবন নিয়ে সমাজ মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে। মহান ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের (Sachin Tendulkar) কন্যা সারা টেন্ডুলকারের সঙ্গে শুভমান গিলের নাম জড়িয়েছে বহুবার। জানা গিয়েছিল দুজনের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, তবে কেউই প্রকাশ্যে সেই খবর বিশ্লেষণ করেননি। এমনকি বেশ কয়েক মাস আগে শোনা গিয়েছিল শুভমান ও সারার সম্পর্ক ভেঙে গিয়েছে। তবে, ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ চলাকালীন সারা ও শুভমানকে একসাথে দেখা গিয়েছিল ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে। যদিও তাদের মধ্যে বাস্তবিক কোনো সম্পর্ক রয়েছে তাঁর তার কোনো স্পষ্টতা নেই।
দুই সারার সাথেই চলছে শুভমানের বিয়ের চর্চা

তবে, সমাজ মাধ্যমে শুরু যে সারা টেন্ডুলকার ও শুভমান গিলের চর্চও হয় এমনটাও নয়। শুভমানের সাথে সাইফ আলী আলী খানের কন্যা ও বলিউড সুপারস্টার সারা আলী খানের সম্পর্কের গুঞ্জন উঠেছিল সমাজ মাধ্যমে। যদিও, এক সাক্ষাৎকারে সারা আলী খান সেই জল্পনার ইতি দিয়েছিলেন। তিনি জানিয়ে দিয়েছিলেন শুভমানের সাথে তিনি ডেটিং করছেন না। তবে, কয়েকদিন আগেই সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সারা আলী খানের বিয়ে নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত, সমাজ মাধ্যমে জনপ্রিয় মুখ অরি – হলেন সারা আলী খানের বন্ধু। অরি কিছুদিন আগেই ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন যেখানে তাঁর কাছে কয়েকটি বিয়ের কার্ড দেখতে পাওয়া যাচ্ছে। ভক্তদের ধারণা এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অরির বান্ধবী সারা আলী খান। পাশাপাশি, ভক্তদের এটাও ধারনা যে শুভমান গিলের সাথেই নাকি সাতপাক ঘুরবেন সারা।