অবসর ছাড়া গতি নেই রোহিতের, টেস্টের পর ওডিআই দলের ক্যাপ্টেন হচ্ছেন শুভমান গিল !! 1

টেস্ট অধিনায়ক হিসেবে শুভমান গিল (Shubman Gill) তাঁর দ্বিতীয় টেস্টেই ঐতিহাসিক একটি জয় সুনিশ্চিত করে নিয়েছেন। তাঁর ক্যাপ্টেন্সিতে ভারত এজবাস্টনে প্রথম বারের জন্য টেস্ট ম্যাচ জিততে সক্ষম হয়েছে। শুভমান গিলের ক্যাপ্টেন্সির ফ্যান হয়েছেন অনেকেই। টেস্ট ক্রিকেটে সফল হওয়ার পাশাপশি ওডিআই ক্রিকেটেও শুভমানকে গুরু দায়িত্ব দিতে দেখা যেতে পারে। আপাতত শুভমান গিল রোহিত শর্মার (Rohit Sharma) ডেপুটি হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন। এবার, ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবে তার সম্ভাবনা নিয়ে ভক্তদের মধ্যে গুঞ্জন তৈরি করেছে। ২৫ বছর বয়সী এই খেলোয়াড়কে রোহিত শর্মার স্থলাভিষিক্ত করতে পারেন বলেই সূত্রের দাবি।

জাতীয় দলের ক্যাপ্টেন হিসাবে নয়া নজির গড়লেন শুভমান

Shubman gill
Shubman Gill | Image: Getty Images

সূত্রের দাবি, শুভমান গিল ২০২৭ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন এবং অদূর ভবিষ্যতে দায়িত্ব তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে যাবেন। তবে সবথেকে বড় সমস্যা হতে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma) ক্ষেত্রে। ২ বার আইসিসি ট্রফি জয়ী অধিনায়ককে ওডিআই দলে দেখতে পাওয়া যাবে কিনা সেবিষয়ে তৈরি হয়েছে জল্পনা। সূত্রের আরও দাবি করা হয়েছে যে শুভমান গিল (Shubman Gill) পরবর্তী ওয়ানডে খেলতে ভারতকে নেতৃত্ব দেবেন, যা বর্তমানে অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের সিরিজের জন্য অনুষ্ঠিত হবে।

Read More: “আমায় ফাঁসানো হয়েছে…” বিস্ফোরক যশ দয়াল, ধর্ষণের অভিযোগ অস্বীকার তারকা ক্রিকেটারের !!

২০২৪-২৫ সালে রোহিত শর্মা বর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্ট থেকে নিজেকে বাদ দিয়েছিলেন। সেটিই ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে তাঁর শেষ কাজ। এরপর, তিনি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে নেতৃত্ব দেন এবং শিরোপা জয় করে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে শেখ ফরম্যাট থেকে বিদায় নিয়েছিলেন রোহিত। এরপর, ইংল্যান্ড টেস্টের জন্য দল ঘোষণার আগেই, অবসর ঘোষণা করেন হিটম্যান।

ওডিআই দলকে নেতৃত্ব দেবেন গিল

অবসর ছাড়া গতি নেই রোহিতের, টেস্টের পর ওডিআই দলের ক্যাপ্টেন হচ্ছেন শুভমান গিল !! 2
Shubman Gill | Image: Getty Images

রোহিত ২০২৭ বিশ্বকাপের জন্য ফিট থাকার চেষ্টা করছেন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে রোহিত পাখির চোখ করতে চান। ২০২৩ সালের বিশ্বকাপের হতাশা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন রোহিত, যেখানে ভারত আহমেদাবাদে ফাইনালে হেরে গিয়েছিল। রোহিতের পাশাপশি,তার দীর্ঘদিনের সতীর্থ বিরাট কোহলিও টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এবং বলেছেন যে তিনিও একই লক্ষ্যে আছেন। তবে, আগস্টে ভারতের বাংলাদেশ সফর স্থগিত করা হওয়ায় তাদের আন্তর্জাতিক প্রত্যাবর্তন বিলম্বিত হয়েছে। গুজব রয়েছে যে বিসিসিআই শীঘ্রই শ্রীলঙ্কা সফরের আয়োজন করতে পারে। আর এই সিরিজে নাকি শুভমান গিলের হাতেই নেতৃত্বের ভার তুলে দেওয়া হবে। যদিও, অনুষ্ঠানিক ভাবে বিসিসিআই কোনো ঘোষণা করেনি। শুভমান গিলের পাশাপশি ভারতীয় দলের পরবর্তী ওডিআই ক্যাপ্টেন হিসাবে এগিয়ে রয়েছেন শ্রেয়স আইয়ারও।

Read Also: Shubman Gill: আবারও কাছাকাছি শুভমান ও সারা, দুজনের একসাথে ছবি ভাইরাল হতেই শুরু প্রেমের গুঞ্জন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *