গুজরাত ছাড়ছেন শুভমান গিল, নাইট রাইডার্স দলে নেবেন সরাসরি এন্ট্রি !! 1

শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারতীয় দল ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছেন। অধিনায়ক হিসেবে সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তরুণ অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সেরিজাই ড্র করেছেন শুভমান। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দল ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছিল। ভারতীয় দলের তরুণ অধিনায়ক শুভমান গিল আইপিএল ২০২৫ এর মঞ্চে গুজরাট টাইটানসের হয়ে অধিনায়িকত্ব পালন করেছিলেন। এবারের আইপিএলে তার ক্যাপ্টেনসি নজর কেড়ে নিয়েছিল নেটিজেনদের। ২০২৪ সালে হার্দিক পান্ডিয়া যখন গুজরাত ছেড়ে দিয়েছিলেন, তখন দলের অধিনায়ক করা হয়েছিল শুভমান গিলকে। তবে সেবারের আইপিএলে দলকে সেভাবে নেতৃত্ব দিয়ে উঠতে পারেননি তিনি।

গুজরাত ছাড়ছেন শুভমান গিল

Shubman Gill, ipl 2025,team India, শুভমান গিল
Shubman Gill | Image: Twitter

তবে এবারের আইপিএলের মঞ্চে শুভমানের নেতৃত্ব দানের ক্ষমতা ছিল অসাধারণ। তার ক্যাপ্টেনসির দক্ষতা নজর কেড়ে নিয়েছিল BCCI নির্বাচকদের। যে কারণে তাকে সরাসরি ভারতীয় টেস্ট দলের গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছিল।তবে, অন্যদিকে আসন্ন আইপিএল মৌসুমের আগেই আইপিএল সংক্রান্ত বড় বড় আপডেট প্রকাশ্যে আসছে। রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) রাজস্থান দল ছাড়তে চলেছেন বলে এক সূত্র দাবি জানিয়েছে। তিনি ম্যানেজমেন্টকে আইপিএলের আগে তাকে ছেড়ে দিতে বলেছেন অথবা তাকে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ট্রেড করতে বলেছেন। শুধু তাই নয় সঞ্জু স্যামসন নয়, গুজরাট টাইটান্স দলের অধিনায়ক শুভমান গিলকে (Shubman Gill) নিয়েও শুরু হয়েছে জল্পনা। এক সূত্র দাবি জানিয়েছে, শুভমান গিল নাকি এবার গুজরাট ফ্রাঞ্চাইজি ছেড়ে দিতে চলেছেন। তিনি আবার তার পুরানো ফ্রাঞ্চাইজিতে ফিরে যেতে চাইছেন।

Read More: পুরোনো দলে ফিরছেন সঞ্জু স্যামসন, 2026 IPL’এ সামলাবেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব !!

নাইট রাইডার্সে ফিরছেন শুভমান

শুভমান গিল
Shubman Gill | Image: Getty Images

শুভমান গিল তার আইপিএল যাত্রা শুরু করেছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের হাত ধরেই। তবে ২০২২ সালে মেগা নিগামের আগে শুভমানকে হাতছাড়া করেছিল কলকাতা নাইট রাইডার্স। মেগা নিলামের আগে গুজরাট টাইটান্স দলে শামিল হয়েছিলেন শুভমান গিল। নাইট রাইডার্স ছেড়ে গুজরাত টাইটান্স দলে ফিরতেই যেন ক্যারিয়ার বদলে গিয়েছিল শুভমানের (Shubman Gill)। তবে, সেই শুভমানের সঙ্গে কথা চালাচ্ছে নাইট রাইডার্স টিম মালিকরা। এই পরিস্থিতিতে শুভমান আবার তাঁর পুরানো দলে ফিরে যেতে পারেন এবং কেকেআরের ক্যাপ্টেন হিসাবে তাকে দেখতে পাওয়া যেতে পারে।

Read Also: গম্ভীর ও BCCI’এর চাপে পড়ে অবসর নিয়েছেন বিরাট কোহলি, হলো বড় পর্দা ফাঁস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *