WC 2023: ২০২৩ সাল মানেই ক্রিকেটের মরশুম। এ বছর একের পর এক টুর্নামেন্ট খেলতে দেখা যাচ্ছে ক্রিকেট বিশ্বের এক একটি দেশকে। এমনকি এ বছরেই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় টুর্নামেন্ট, ক্রিকেট বিশ্বকাপ (WC 2023) এবং ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্ট। তবে তার আগেই ভারতীয় দলের কাছে বড় চ্যালেঞ্জ, এশিয়া কাপ (ASIA CUP 2023) জয়ের। গত বছর দুর্দান্ত সূচনার পরেও এশিয়া কাপ হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ২০১৮ ভারতীয় দল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে এশিয়া কাপ জয়লাভ করেছিল। এরপর থেকে কোনরকম ট্রফিরই সন্ধান পায়নি টিম ইন্ডিয়া। অন্যদিকে বিশ্বকাপের কথা বলতে গেলে ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে ভারতীয় দল বিশ্বকাপ জিতেছিল।
Read More: WC 2023: বিশ্বকাপের জন্য এই ১০ ভেন্যু বেছে নিলো BCCI, ইডেনে ভারতের মুখোমুখি হচ্ছে এই দল !!
দীর্ঘ ১২ বছর ট্রফি জয় থেকে দূরে রয়েছে টিম ইন্ডিয়া
দীর্ঘ ১২ বছর কোনরকম বিশ্বকাপ জিততে পারেনি টিম ইন্ডিয়া, এর মধ্যে দুটি বিশ্বকাপ খেলে ফেলেছে দল যেখানে ২০১৫ সালে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। অন্যদিকে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য ভারতীয় দল বেশ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল, কিন্তু আবার একবার সেই অভিশপ্ত সেমিফাইনালেই পরাজিত হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। যেখানে তাদের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং মহেন্দ্র সিং ধোনির রান আউট ভারতীয় দলকে বিশ্বকাপ ট্রফি জয় থেকে দূরেই রেখেছিল। তবে এবার ভারতীয় দলের কাছে রয়েছে সুবর্ণ সুযোগ আগামী অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে এই বিশ্বকাপ জেতার। এটি অনুষ্ঠিত হবে ভারতের মাটিতেই, বিগত তিন বিশ্বকাপের (WC 2023) কথা বলতে গেলে যে দেশ বিশ্বকাপের আয়োজন করেছে সেই দেশই বিশ্বকাপ নিজেদের ঘরে রেখে দিয়েছে।
এই প্লেয়ার বাঁচাবেন দেশের মান
সেই কথা বলতে গেলে, এ বছর ভারতীয় দলের কাছে রয়েছে প্রবল সুযোগ, ভারতীয় কন্ডিশনে ভারতীয় দলকে হারানো খুবই কঠিন। তাছাড়া ভারতীয় দল এবছর দুর্দান্ত ক্রিকেট খেলছে, বছরের শুরু থেকেই ওডিআই ফরম্যাটে বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছে। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। তবে, কিছুদিন আগে দুর্ভাগ্যবশত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া। তবে সব ভুলে টিম ইন্ডিয়া আবার নতুন করে শুরু করতে চলেছে। আর ভারতীয় দলের লক্ষ থাকবে বিশ্বকাপ জয়ের। তবে, দলের এমন এক প্লেয়ার রয়েছে যার দৌলতে এ বছর বিশ্বকাপ ভারতেই আসতে চলেছে। তিনি হলেন ভারতীয় দলের তরুণ প্রতিভাবান ওপেনার শুভমান গিল (Shubman Gill)।
এই মুহূর্তে ভারতীয় দলের তরুণ ওপেনার গিল দুর্দান্ত ফর্মে রয়েছেন। মাত্র ২৩ বছর বয়সে শুভমান ভারতীয় দলের হয়ে তিনটি ফরম্যাটেই জায়গা করে নিয়েছেন। এমনকি এই বছরেই তিনি ৩ ফরম্যাটেই শতরান হাঁকিয়ে ফেলেছেন, পাশাপাশি ওডিআই ক্রিকেটে দ্বিশতরান ও টি টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান বানিয়েছেন তিনি। এখনো পর্যন্ত তিনি ২০২৩ সালে ৯ টি ইনিংস খেলে ৬২৪ রান করেছেন এবং তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। একই সময়ে, গিল তার ক্যারিয়ারে ২৪ টি ইনিংস মিলে ১৩১১ রান করেছেন এবং চারটি সেঞ্চুরি করেছেন তিনি। তিনিই হবেন দলের X-ফ্যাক্টর।