ভারতীয় ক্রিকেটের আকাশে নবতম নক্ষত্র শুভমান গিলের (Shubman Gill) ব্যক্তিগত জীবনও রয়েছে আতসকাঁচের তলায়। অভিনেত্রী সারা আলি খানের (Sara Ali Khan) সাথে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। এমনকি শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কন্যা সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে সম্পর্ক রয়েছে শুভমানের, রটেছে এমন কথাও। মাঠে, মাঠের বাইরে একাধিকবার ক্রিকেটজনতাকে দেখা গিয়েছে শুভমানকে উদ্দেশ্য করে ‘সারা…সারা’’ স্লোগান দিতে। মাঠে শুভমানের পারফর্ম্যান্স ভালো হোক বা খারাপ, বারবার নেটিজেনরা সারা’র প্রসঙ্গ তুলে এনে শুভমানকে কটাক্ষ করতে ছাড়েন না।
তবে শুভমান (Shubman Gill) নিজে কখনও কোনো সাক্ষাৎকারে শচীন তনয়া সারা’র প্রতি নিজের দূর্বলতার কথা স্বীকার করেন নি। দুজনের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে সংযোগ খুঁজে নেওয়ার কাজটা বরাবরই করতে হয়েছে নেটজনতাকেই। সম্প্রতি অবশ্য সারা নন, অন্য এক সুন্দরীর সাথে বেশ খানিকটা সময় কাটাতে দেখা গেলো শুভমানকে। ভারতীয় দলের সাথে বর্তমানে ত্রিনিদাদ সফরে রয়েছেন শুভমান (Shubman Gill)। সেখানেই মিস ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো অ্যাশে আব্রাহামসের (Aché Abrahams) সাথে ফ্রেমবন্দী হলেন তিনি। বেশ কিছুক্ষণ দুজনকে কথাবার্তাও বলতে দেখা যায়। ভারতীয় তরুণ ব্রিগেডের সাথে দেখা করেন অ্যাশ। শুভমানের সাথে ছিলেন ঈশান কিষণ (Ishan Kishan), যশস্বী জয়সওয়ালরাও।
Read More: এল-ক্লাসিকোর উত্তাপ এশিয়া কাপে, দশ বছর পর খেতাবী যুদ্ধে মুখোমুখি ভারত এবং পাকিস্তান !!
ব্যাট হাতে সময়টা ভালো কাটছে না শুভমানের-
গত কয়েক মাসে টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন শুভমান গিল (Shubman Gill)। ব্যাট হাতে অনবদ্য পারফর্ম্যান্স দেখা গিয়েছিলো তাঁর থেকে। টেস্ট-একদিনের ম্যাচ-টি ২০, তিন ফর্ম্যাটেই ঝড় তুলেছিলেন তিনি। অস্ট্রেলিয়া, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট শতরান করেছিলেন, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটেও স্পর্শ করেন তিন অঙ্কের রান। কিউইদের বিপক্ষে এসেছিলো টি-২০ শতরানও। আইপিএলেও অনবদ্য ক্রিকেট খেলেছিলেন তিনি। ১৭ ম্যাচে ৮৯০ রান করে জিতেছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকের ‘কমলা টুপি।’ করেন ৩টি শতরানও। ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছিলেন শুভমান (Shubman Gill)। আসন্ন বিশ্বকাপেও তাঁর পারফর্ম্যান্সের দিকে তাকিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
কিন্তু আইপিএলের পরে শুভমানের (Shubman Gill) ফর্মের গ্রাফ আচমকাই পড়তির দিকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিংসে তিনি করেন যথাক্রমে ১৩ এবং ১৮। প্রথম ইনিংসে স্কট বোল্যান্ডকে ‘জাজমেন্ট’ দিতে গিয়ে ভেতরে আসা বলে বোল্ড হন তিনি। দ্বিতীয় ইনিংসে বোল্যান্ডের (Scott Boland) বলেই ক্যামেরন গ্রিনের হাতে ধরা পড়েন তিনি। এই ক্যাচ নিয়ে যদিও বিতর্ক রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডোমিনিকায় সুবিধা করতে পারেন নি তিনি। অনভ্যস্ত তিন নম্বরে ব্যাট করতে নেমে ৬ রান করে অ্যালিক অ্যাথানাজের হাতে ধরা পড়েন জোমেল ওয়ারিকানের বলে। ভাগ্য বিশেষ সুপ্রসন্ন হলো না ত্রিনিদাদেও। কেমার রোচের (Kemar Roach) সেই ভিতরে আসা বলেই খোঁচা দিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন তিনি। করেন ১২ বলে মাত্র ১০ রান।
বিশ্বসুন্দরী’র সাথে মোলাকাত শুভমানের-
ত্রিনিদাদে ভারতীয় তারকাদের সাথে সাক্ষাৎ করতে হাজির হয়েছিলেন মিস ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো অ্যাশে আব্রাহামস (Aché Abrahams) । আগামী ডিসেম্বরে ভারতের মুম্বই শহরে বসবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। ভারতের আসার আগে ভারতীয় তারকাদের সাথে বেশ খানিকটা সময় কাটাতে দেখা গেলো অ্যাশেকে। ভাইরাল হলো শুভমান গিল, ঈশান কিষণ, যশস্বী জয়সওয়ালদের সাথে তাঁর আলাপচারিতার ছবি। মেন ইন ব্লু’র সদস্যেরা টিম বাসে চেপে পোর্ট অফ স্পেনের স্টেডিয়াম ছাড়ার পর ভারতীয় সাংবাদিকরা ধরেন অ্যাশেকে। জিজ্ঞাসা করা হয় কি কথাবার্তা হলো ক্রিকেটারদের সাথে। সপ্রতিভ অ্যাশে (Aché Abrahams) জানিয়েছেন ভারতীয় তারকারা হাসিমুখেই তাঁর যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন। ডিসেম্বরে তিনি ভারতে আসবেন যেনে উষ্ণ অভ্যর্থনাও জানিয়েছেন।
অ্যাশ জানান, “যখনই নতুন প্রজন্মের কাউকে সফল হতে দেখি তা আমায় অনুপ্রাণিত করে। ওরা (ভারতীয় ক্রিকেটাররা) খুবই মিষ্টভাষী ছিলেন। আমায় শুভেচ্ছা জানালেন ওরা। ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেটের জনপ্রিয়তা প্রচুর। ভারতীয় তারকারা এখানে এসে আমাদের সাথে মঞ্চ ভাগ করে নিচ্ছেন, দেখে বেশ ভালো লাগছে।” এরপরেই নিজের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা এবং আসন্ন ভারত সফর নিয়ে মন্তব্য করেছেন অ্যাশে। শুভমান (Shubman Gill), যশস্বীদের সাথে কি কথা হলো? উত্তরে মিষ্টি হেসে ক্যারিবিয়ান সুন্দরীর উত্তর, “বেশী কথা হয় নি। আমি জানি ওরা খুবই ব্যস্ত। তবে আমি ওদের বললাম আমার ভারত সফরে ব্যাপারে। ভারতে যাওয়া আমার অনেকদিনের স্বপ্ন। ওরা আমার উত্তেজনার অংশীদার হয়েছে। আমায় স্বাগত জানিয়েছেন ভারতে।” কিংবদন্তি ব্রায়ান লারার (Brian Lara) সাথে সাক্ষাতের অভিজ্ঞতাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন অ্যাশে।
দেখে নিন সম্পূর্ণ সাক্ষাৎকার-
Miss World Aché Abrahams of Trinidad & Tobago meets Shubman Gill & Ishan Kishan.
In this interview she shares her excitement and joy of interacting with the Indian cricketers.@Wowmomo4u @debasissen #WIvIND pic.twitter.com/RCQwRWARl9
— RevSportz (@RevSportz) July 22, 2023