ভারতীয় ক্রিকেটে তারকাদের অবসর ঘোষণার পর তাদের দায়িত্ব কাঁধে তুলে নেন অভিজ্ঞ তরুণরা। তারাও পরবর্তীকালে হয়ে ওঠেন ক্রিকেট বিশ্বমঞ্চের অন্যতম মুখ। সুনীল গাভাস্কারের (Sunil Gavaskar) পর শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) তারপর বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় দলের সম্মানকে এগিয়ে নিয়ে গেছেন। বর্তমানে শুভমান গিল (Shubman Gill) ব্লু ব্রিগেডদের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলছেন। এই তরুণ তারকা প্রথমে দলে এসেই রীতিমতো চমক দিয়েছিলেন। এশিয়া কাপের আগে এবার সেই স্মৃতিচারণ করলেন ভারতের প্রাক্তন কোচ।
Read More: এশিয়া কাপের আগেই গুরুতর আহত তারকা ওপেনার, ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ !!
মুগ্ধ করেছিলেন শুভমান-

২০১৮ সালে ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ট্রফি জয় করেছিল শুভমান গিল (Shubman Gill)। এরপরই ২০১৯ সালে জাতীয় দলের হয়ে মাঠে নেমে নিজের পরিচয় তৈরি করেন এই তারকা। তিনি যখন ভারতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন তখন অধিনায়ক ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এর সঙ্গেই মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রথম দিন নেটে গিলের ব্যাটিং দেখে চমকে গিয়েছিলেন সকলেই।
এবার এই অজানা গল্প সকলের সামনে তুলে আনলেন প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্চয় বাঙ্গার (Sanjay Bangar)। তিনি বলেন, “এটা ছিল তার প্রথম সেশন তখন গিল নেটে ব্যাট করতে এসেছিল। সেই সময় প্রধান কোচ ছিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। অধিনায়ক ছিলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni) তখন দলে ছিলেন। আমরা ২০১৯ সালের একদিনের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যখন বল করা শুরু হয় অফ স্ট্যাম্পের বাইরে থাকা বলটিকে কাট মারছিল। শর্ট বলটিকে কাট মারছিল। কিছুটা শট বল দিলে মারছিলেন পুল।”
তিনি আরও বলেন, “এই দৃশ্য দেখে অন্যরা নেটে খেলা বন্ধ করে গিলের (Shubman Gill) দিকে তাকিয়েছিল। রবি শাস্ত্রী (Ravi Shastri) এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে একাদশে রাখার জন্য স্থির করেন। বলেছিলেন একে এখুনি খেলানো হোক। প্রথম নেট সেশনেই যেই ধরনের ছাপ ও ফেলে গিয়েছিল তাতে আমরা বুঝতে পেরেছিলাম এই ছেলেটি ভবিষ্যতে বিশেষ জায়গা করে নেবে।”
দুরন্ত ফর্মে গিল-

সাম্প্রতিক সময় শুভমান গিল (Shubman Gill) ব্যাট হাতে দুরন্ত ফর্মে আছেন। তিনি এই বছর আইপিএলে (IPL 2025) গুজরাট টাইটান্সের (Gujarat Titans) হয়ে সফলভাবে নেতৃত্বের দায়িত্ব পর্যন্ত পালন করেছিলেন। ব্যাট হাতে ১৫ ম্যাচে সংগ্রহ করেছিলেন ৬৫০ রান। এরপরই রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর এই তরুণ তারকাকে লাল বলের ক্রিকেটের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। ইংল্যান্ডের (IND vs SL) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে তিনি বিধ্বংসী ফর্মে ছিলেন। ৫ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৭৫৪ রান। ফলে এবার গিল আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় টি-টোয়েন্টি দলেও কামব্যাক করেছেন।