এশিয়া কাপ থেকে নাম সরিয়ে নিচ্ছেন শুভমান গিল, সারা তেন্ডুলকারের সঙ্গে বসছেন বিয়ের পিঁড়িতে !! 1

এশিয়া কাপের (Asia Cup 2025) সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলি। পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থাকলেও বিসিসিআই (BCCI) ভারতীয় দলকে নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে চাইছে না। প্রথমত এই বছর টুর্নামেন্টে রহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা ক্রিকেটারকে দেখতে পাওয়া যাবে না। তরুণ ক্রিকেটাররা ভারতীয় টি-টোয়েন্টি দলকে এগিয়ে নিয়ে যাবেন। সেই কারণে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) বদলে শুভমান গিলকে (Shubman Gill) এশিয়া কাপে নেতৃত্বের দায়িত্বে আনার জন্য প্রস্তাব দিচ্ছেন একাধিক বিশেষজ্ঞ। তবে এই টুর্নামেন্টের আগে এবার গিল নিজের নাম প্রত্যাহার করে নিলেন।‌

Read More: ‘ঘরের ছেলে’কে ফেরাতে সচেষ্ট KKR, ভুল শুধরে খরচ করছে কোটি কোটি টাকা !!

নাম প্রত্যাহার করলেন গিল-

এশিয়া কাপ থেকে নাম সরিয়ে নিচ্ছেন শুভমান গিল, সারা তেন্ডুলকারের সঙ্গে বসছেন বিয়ের পিঁড়িতে !! 2
Shubman Gill | Images: Getty Images

গুজরাট টাইটান্সের (GT) হয়ে দক্ষতার সঙ্গে এই বছর আইপিএলের নেতৃত্ব দেন গিল (Shubman Gill)। তারপর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান তিনি। ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে যান। ব্যাট হাতেও বিধ্বংসী ফর্মে ছিলেন এই তারকা ব্যাটসম্যান। ফলে তাকে এই বছর এশিয়া কাপেও ভারতীয় দলে দেখা যাবে বলে মনে করা হচ্ছিল।

সূত্র অনুযায়ী নির্বাচকরা এই বিষয়ে গিলের (Shubman Gill) সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তিনি এশিয়া কাপের সময় উপলব্ধ থাকবেন না বলেই জানিয়েছেন। এর মধ্যেই খবর সামনে এসেছে যে অর্জুন তেন্ডুলকারের (Arjun Tendulkar) বাগদানের পর এবার সারা তেন্ডুলকারের (Sara Tendulkar) সঙ্গে শুভমান গিলের (Shubman Gill) বিয়ের বিষয়টি‌ও সম্পন্ন হতে চলেছে। সকলের আড়ালে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই পরিবার। উল্লেখ্য ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচে টেস্ট সিরিজ চলাকালীন লন্ডনে একটি অনুষ্ঠানে গিল এবং সারা তেন্ডুলকারকে একসঙ্গে দেখা গিয়েছিল‌। তখন থেকেই বিয়ের জল্পনা শুরু হয়।

নেতৃত্বের দায়িত্বে সূর্যকুমার যাদব-

এশিয়া কাপ
Suryakumar Yadav | Image: Getty Images

রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন। এখনও পর্যন্ত ২০ ওভারের ক্রিকেটে তিনি ২৩ টি ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ভারত ১৮ টি ম্যাচে জয়লাভ করেছে। এই বছর আইপিএলে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা ব্যাটসম্যান। ১৬ ম্যাচে সংগ্রহ করেন ৭১৭ রান। কিন্তু তার চোট সমস্যা নির্বাচকদের চিন্তার মধ্যে রেখেছিল।

জুন‌ মাসে তিনি জার্মানির মিউনিখে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করেছিলেন। ফলে সূর্যকুমার (Suryakumar Yadav) চোট সারিয়ে এশিয়া কাপে (Asia Cup 2025) মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে বর্তমানে তিনি জাতীয় ক্রিকেট একাডেমিতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। নেটে ব্যাটিং করতেও দেখা গেছে তাকে। নিজেকে সম্পূর্ণ রুপের প্রস্তুত করার ভিডিও প্রকাশ করে এই তারকা ব্যাটসম্যান লিখেছেন, “আমি যেটা ভালবাসি সেটা করার জন্য এবং আবারও মাঠে ফেরার জন্য অপেক্ষা করছি।” ফলে সূত্র অনুযায়ী এই বছর আসন্ন এশিয়া কাপে সূর্যকুমারকেই (Suryakumar Yadav) ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে।

Read Also: TOP 5: এই ৫ কারণেই ভারত বনাম পাকিস্তানের মহারণকে বলা হয় ক্রিকেটের ‘এল ক্লাসিকো’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *