এক সিরিজেই বদলে যাবে ভারতের অধিনায়ক, শুভমান গিল হারাবেন পদ !! 1
Shubman Gill| Images: Getty Images

কোনো ক্রিকেট দলের অধিনায়ক পরিবর্তন অনেক বড়ো সিদ্ধান্ত হয়ে থাকে। ২০২৭ ওডিআই বিশ্বকাপকে (ODI World Cup 2027) সামনে রেখে বিসিসিআই (BCCI) একদিনের ক্রিকেটে নেতৃত্বে পরিবর্তন এনে বড়ো চমক দিয়েছে। অভিজ্ঞ রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দিয়ে শুভমান গিলকে (Shubman Gill) এই দায়িত্বে নিয়ে আসা হয়েছে। তরুণ এই ব্যাটম্যান ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) বিপক্ষে আসন্ন ওডিআই সিরিজে এবার একদিনের ফরম্যাটে প্রথম নেতৃত্বের দায়িত্ব সামলাবেন এই তারকা ব্যাটসম্যান। কিন্তু এটাই তার অধিনায়ক হিসেবে শেষ ওডিআই সিরিজ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Read Also: অস্ট্রেলিয়া সিরিজের আগেই ছাঁটাই গৌতম গম্ভীর, কোচ হিসেবে দায়িত্ব নেবেন এই কিংবদন্তি !!

অস্ট্রেলিয়া সফরেই শেষ দায়িত্ব-

Team india
Shubman Gill | Image: Getty Images

আইপিএলে (IPL 2025) গুজরাট টাইটান্সের (Gujarat Titans) হয়ে দক্ষতার সঙ্গে শুভমান গিল নেতৃত্বের দায়িত্ব সামলে ছিলেন। চাপের মুখে দাঁড়িয়ে তার মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচকদের নজরে আসে। এরপরেই টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে তাকে বেছে নিয়ে বড়ো সিদ্ধান্ত নেয় বিসিসিআই (BCCI)। এবার রোহিত শর্মার মতো সফল অধিনায়ককে সরিয়ে গিলের ওপর দায়িত্ব তুলে দিলেন কর্মকর্তারা। ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে চলেছে ৩ ম্যাচের ওডিআই সিরিজ।

এই সিরিজে গিল একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক করবেন। কিন্তু তার জন্য অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় করা সহজ বিষয় হবে না। মিচেল মার্শরা (Mitchell Marsh) শেষ ম্যাচে জয় তুলে নিয়ে লড়াই চালায়। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে ব্লু ব্রিগেডরা এখনও পর্যন্ত অজিদের বিপক্ষে ১৫২ টি ওডিআই ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারতীয় দল ৫৮ টি ম্যাচে এবং অস্ট্রেলিয়া ৮৪ টি ম্যাচে জয়লাভ করেছে।‌ ফলে এই‌ সিরিজে হারের সম্মুখীন হ‌ওয়ার সম্ভবনা বেশি। এর সঙ্গেই সিরিজে হারলেই অধিনায়কের পদ হারাবেন গিল।

অধিনায়ক হিসেবে ফিরবেন রোহিত-

rohit-at-2nd-position-in-odi-rankings
Rohit Sharma | Image: Getty Images

গিল অধিনায়কের পদ থেকে সরে গেলে নির্বাচকরা আবার রোহিত শর্মাকে (Rohit Sharma) ফিরিয়ে আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলাবেন। হিটম্যান ভারতের অন্যতম সফল একজন অধিনায়ক। তার হাত ধরেই ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে (ODI WC 2023) ভারতীয় দল ফাইনালে পৌঁছেছিল। এর সঙ্গেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2024) দলকে ট্রফি এনে দেওয়ার ক্ষেত্রে হিটম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) পর্যন্ত তার নেতৃত্বেই ভারত সেরা শিরোপা চিনিয়ে নেয়। ফলে ২০২৭ ওডিআই বিশ্বকাপে তার অভিজ্ঞতা কাজে লাগবে। উল্লেখ্য রোহিত ওডিআই ফরম্যাটের অন্যতম কিংবদন্তি ব্যাটসম্যান। তিনি এই ফরম্যাটে তিনটি ডবল সেঞ্চুরির মালিক। এই রেকর্ড এখনও পর্যন্ত কোনো তারকার নেই। অন্যদিকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ২৭৩ ম্যাচে ১১,১৬৮ রান সংগ্রহ করেছেন হিটম্যান। তার ব্যাট থেকে এসেছে ৩২ টি শতরান এবং ৫৮ টি অর্ধশতরান।

Read More: অস্ট্রেলিয়া সিরিজেই অবসর নেবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি, ফাঁস হলো অন্দরের খবর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *