এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য আজ শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে এই টুর্নামেন্টকে ঘিরে এখন থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। ভারতীয় দলও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি দল প্রকাশ করতে চলেছে বিসিসিআই (BCCI)। তবে এর মধ্যেই এই দলের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এই বছর এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পাচ্ছেন না টেস্ট দলের অধিনায়ক।
Read More: দলের কোহিনূরকে হারাচ্ছে KKR, সঞ্জুকে দলে আনতে নেওয়া হলো চরম সিদ্ধান্ত !!
বাদ পড়তে চলেছেন শুভমান-

আগামী মাস থেকে শুরু হতে চলেছে এই বছরের এশিয়া কাপের (Asia Cup 2025) যাত্রাপথ। ফলে নতুন করে টি-টোয়েন্টি দল গোছানোর কাজে মাঠে নেমে পড়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সম্প্রতি ভারতীয় টেস্ট দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। এই বছর আইপিএলে (IPL 2025) দুরন্ত ফর্মে থাকার পর ভারতীয় লাল বলে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভমান গিল ((Shubman Gill)। ইংল্যান্ডের মাটিতে তিনি ব্যাট হাতে রীতিমতি জ্বলে উঠেছিলেন।
ফলে মনে করা হয়েছিল এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় টি-টোয়েন্টি দলে এই তারকা ব্যাটসম্যান জায়গা চেআযচ্ দল তরল পাবেন। কিন্তু সূত্র অনুযায়ী ব্যাটিং অর্ডারে ভারসাম্য বজায় রাখার জন্য যে প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে তাতে নেই গিলের নাম। আইপিএলে এবং ওডিআই ক্রিকেটে এই তারকা ব্যাটসম্যানকে উইথু ও4⁴পেনার হিসেবে ভূমিকা পালন করতে দেখা যায়। জ্ঞএছাড়াও তিনি টেস্টে সম্প্রতি ৪ নম্বরেও ব্যাট করে সফলতা পেয়েছেন। কিন্তু এশিয়া কাপের জন্য বাছাই করা সম্ভব্য একাশের শীর্ষ পাঁচের মধ্যে গিলকে রাখতেই পারছেন না নির্বাচকরা।
এগিয়ে তিলক বর্মা-

ওপেনার হিসেবে ভারতীয় দলে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে সাই সুদর্শন (Sai Sudarshan) সহ সঞ্জু স্যামসনের (Sanju Samson) মতো নাম বর্তমানে এগিয়ে রয়েছে। ব্যাটিং অর্ডারের চার নম্বর স্থানে থাকবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ৫ নম্বর স্থানে রয়েছেন শিবম দুবের (Shivam Dube) মতো তারকা। ফলে তিন নম্বর জায়গায় শুভমান গিলকে (Shubman Gill) আনার জন্য চিন্তা-ভাবনা করছিল বিসিসিআই (BCCI)। কিন্তু ৩ নম্বরে গিলের থেকে তিলক বর্মাকেই (Tilak Varma) এগিয়ে রাখতে চাইছেন কর্মকর্তারা।
শেষ ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের এর টি-টোয়েন্টি সিরিজে ১৩৩ রান সংগ্রহ করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন তিলক (Tilak Varma)। এই বছর আইপিএলেও (IPL 2025) মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে খেলেছেন একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস। তিনি ১৬ ম্যাচে ১৪০ স্ট্রাইক রেটে সংগ্রহ করেন ৩৪৩ রান। উল্লেখ্য এখনও পর্যন্ত তিলক বর্মা (Tilak Varma) দেশের হয়ে ২৫ টি টি-টোয়েন্টি ম্যাচে ১৫৫ স্ট্রাইক রেটে ৭৪৯ রান তুলে নিয়েছেন। ফলে ২২ বছর বয়সী এই তারকা এশিয়া কাপের (Asia Cup 2025) মতো মঞ্চে কীরকম পারফর্মেন্স করেন এখন সেটাই দেখার বিষয়।