এই বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) জয় করে যাত্রা শুরু করেছে ভারতীয় দল। ফলে ট্রফি জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া ব্লু ব্রিগেডরা। সেই লক্ষ্য নিয়েই এবার এশিয়া কাপে (Asia Cup 2025) মাঠে নামতে চলেছে গৌতম গম্ভীরের দল। খুব তাড়াতাড়ি এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য বিসিসিআই (BCCI) একটি শক্তিশালী দল ঘোষণা করবে। টেস্টের পর এবার টি-টোয়েন্টি ফরম্যাটেও একাধিক পরিবর্তন করতে চাইছেন নির্বাচকরা। সাম্প্রতিক সময় আইপিএল (IPL 2025) এবং ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে থাকা ক্রিকেটারদের ওপর ভরসা করতে চাইছেন তারা। এবার ২০ ওভারের ফরম্যাটে কামব্যাক করছেন শুভমান গিল (Shubman gill)।
Read More: ‘ঘরের ছেলে’কে ফেরাতে সচেষ্ট KKR, ভুল শুধরে খরচ করছে কোটি কোটি টাকা !!
দলে ফিরছেন গিল-

শুভমান গিল (Shubman Gill) গত বছর জুলাই মাসে শ্রীলঙ্কার (IND vs SL) বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিলেন। তারপর দীর্ঘদিন তিনি এই ফরম্যাটে জাতীয় দলের বাইরে রয়েছেন। তবে এই বছর আইপিএলে (IPL 2025) এই তারকা ব্যাটসম্যান আবারও জ্বলে ওঠেন। গুজরাট টাইটান্সের (GT) হয়ে ১৫ ম্যাচে ৬৫০ রান সংগ্রহ করেন। অধিনায়ক হিসেবেও গিল প্রশংসিত হন। এর ফলে তিনি রোহিত শর্মার (Rohit Sharma) পর ভারতীয় টেস্ট ক্রিকেটে নেতৃত্বের দায়িত্ব পান।
ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষেও পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ভরসা হয়ে ওঠেন তিনি। ৫ ম্যাচে ৭৫৪ রান সংগ্রহ করে গড়েন একাধিক রেকর্ড। ফলে এবার আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য টি-টোয়েন্টি ফরম্যাটেও কামব্যাক করতে চলেছেন শুভমান গিল (Shubman Gill)। সূত্র অনুযায়ী ওপেনার হিসেবে নয় ব্যাটিং অর্ডারে ৩ নম্বরে তাকে দায়িত্ব পালন করতে দেখা যাবে। উল্লেখ্য এখনও পর্যন্ত দেশের হয়ে এই তারকা ব্যাটসম্যান ২১ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৫৭৮ রান সংগ্রহ করেছেন।
জায়গা পাচ্ছেন না শ্রেয়স-যশস্বী-

এই বছর আইপিএলে (IPL 2025) শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) পারফর্মেন্সও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছিল। তার নেতৃত্বে পাঞ্জাব কিংস (PBKS) ফাইনালে জায়গা করে নিয়ে ইতিহাস তৈরি করে। ব্যাট হাতেও শ্রেয়স ১৭ ম্যাচে ৬০৪ রান সংগ্রহ করে দুরন্ত ফর্মে ছিলেন। ফলে মনে করা হচ্ছিল তিনি এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ভারতীয় টি-টোয়েন্টি দলে আবারও প্রত্যাবর্তন করবেন। কিন্তু ব্যাটিং অর্ডারে তার জায়গা নিয়ে দ্বন্দের মধ্যে রয়েছেন নির্বাচকরা।
এর ফলে সূত্র অনুযায়ী আসন্ন টুর্নামেন্টে ভারতীয় দলে জায়গা পাবেন না শ্রেয়স। একইভাবে যশস্বী জয়সওয়ালেরও (Yashasvi Jaiswal) টি-টোয়েন্টি দলে কামব্যাক করা এখনই সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। এই বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের (RR) হয়ে ১৪ ম্যাচে তিনি সংগ্রহ করেন ৫৫৯ রান। কিন্তু ওপেনার হিসাবে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে আসন্ন এশিয়া কাপে এখনই যশস্বীকে নিয়ে ভাবনাচিন্তা করছেন না নির্বাচকরা। সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ওপেনার হিসেবে দেখা যাবে বলে জানা গেছে।