রোহিতের পর এই তারকাই দেবেন ODI দলের নেতৃত্ব, BCCI'এর সিদ্ধান্ত এলো প্রকাশ্যে !! 1

এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতীয় দল ট্রফি জয় করে ক্রিকেট ভক্তদের মন জয় করে নেয়। এই চ্যাম্পিয়ন দলের হয়ে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বর্তমানে এই দুই তারকা টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। সাম্প্রতিক সময় আলোচিত সূত্র অনুযায়ী এবার তাদের আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটের যাত্রাও শেষ হতে চলেছে। ফলে রোহিতের (Rohit Sharma) পরিবর্তে ভারতীয় একদিনের দলের অধিনায়ক হিসেবে কে আসবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।‌ এবার এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।

Read More: ক্যাপ্টেন MI’এর খেলোয়াড়, বাদ পড়লেন RCB’এর হিরো, প্রকাশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্কোয়াড !!

রোহিত-বিরাটের বিদায়-

রোহিতের পর এই তারকাই দেবেন ODI দলের নেতৃত্ব, BCCI'এর সিদ্ধান্ত এলো প্রকাশ্যে !! 2
Rohit Sharma and Virat Kohli | Images: Getty Images

২০২৭ সালে ঐতিহ্যবাহী একদিনের বিশ্বকাপ (ODI WC 2027) অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের আগে ভারতীয় একদিনের দলে একাধিক পরিবর্তন হতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর মধ্যে এবার রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) ওপর চাপ বাড়ালো বিসিসিআই (BCCI)। সূত্র অনুযায়ী কর্মকর্তারা এই দুই ক্রিকেটারকে ছাড়াই আসন্ন একদিনের বিশ্বকাপের পরিকল্পনা করছেন। ফলে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) শেষ সফর হতে পারে।

১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার (IND vs AUS) মাটিতে শুরু হতে চলেছে ভারতের তিন ম্যাচের ওডিআই সিরিজ‌। যদি সম্মানের সঙ্গে তারা একদিনে ক্রিকেট থেকে বিদায় নিতে চান তাহলে এই সিরিজটিকেই বেছে নিতে হবে বলে জানিয়েছেন এক বিসিসিআই (BCCI) সূত্র। যদি তারা একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার সফরের পরেও খেলা আরও চালিয়ে যেতে চান তাহলে বিসিসিআইয়ের (BCCI) নিয়ম অনুযায়ী ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফির মতো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে। ফলে মনে করা হচ্ছে অজিদের বিপক্ষেই রোহিত এবং বিরাট শেষ ওডিআই সিরিজ খেলবেন।

দায়িত্ব পাবেন গিল-

রোহিতের পর এই তারকাই দেবেন ODI দলের নেতৃত্ব, BCCI'এর সিদ্ধান্ত এলো প্রকাশ্যে !! 3
Shubman Gill | Images: Getty Images

রহিত শর্মার (Rohit Sharma) পর ওডিআই ক্রিকেটে ভারতীয় দলে শুভমান গিল (Shubman Gill) অধিনায়ক হিসেবে দায়িত্ব পাবেন বলে খবরে সামনে এসেছে। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে হিটম্যান অবসর ঘোষণা করার পর এই তরুণ ব্যাটসম্যানকে ভারতীয় লাল গোলের ক্রিকেটের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তিনি ইংল্যান্ডের (IND vs ENG) মাটিতে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ব্যাট হাতেও ছিলেন দুরন্ত ফর্মে। গিল ৫ ম্যাচে সংগ্রহ করেন ৭৫৪ রান‌।

এর ফলে তিনি ভারতীয় অধিনায়ক হিসেবে একটি টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন। এর সঙ্গেই বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষেও ২-২ ম্যাচে ড্র করতে সক্ষম হয় ব্লু ব্রিগেডরা। আইপিএলেও গুজরাট টাইটান্সের (GT) হয়ে সফলভাবে নেতৃত্বের দায়িত্ব পালন করছেন গিল (Shubman Gill)। এই বছর তার তত্ত্বাবধানেই গুজরাট লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফে প্রবেশ করে। ফলে একদিনের ক্রিকেটে এই তারকা ব্যাটসম্যান অধিনায়ক হিসেবে দায়িত্ব নিলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Read Also: Asia Cup 2025: এশিয়া কাপের আগে বড়ো চমক, আবারও একসঙ্গে গম্ভীর-ধোনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *