আগস্টেই আবার অধিনায়ক হিসেবে মাঠে ফিরছেন গিল, এই নতুন দলের হয়ে সামলাবেন দায়িত্ব !! 1

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া অনেক বড়ো বিষয় হয়ে থাকে। বিরাট কোহলির (Virat Kohli) পর রোহিত শর্মা (Rohit Sharma) জাতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে দলকে এগিয়ে নিয়ে যান। তার তত্ত্বাবধানে ব্লু ব্রিগেডরা ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে পৌঁছে গিয়েছিল। তবে সম্প্রতি হিটম্যান তরুণ প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এরপর ভারতীয় দলের লাল‌ বলের অধিনায়ক হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করেছেন শুভমান গিল (Shubman Gill)। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর আবার অধিনায়ক হিসেবে মাঠে নামতে চলেছেন এই তরুণ তারকা ব্যাটসম্যান।

Read More: বাদ সঞ্জু স্যামসন, ভারতীয় টি-টোয়েন্টি দলে কামব্যাক করতে চলেছেন এই তারকা ব্যাটসম্যান !!

আবারও নেতৃত্বে গিল-

harbhajan-on-shubman-and-team-india, রোহিত শর্মা
Shubman Gill | Image: Getty Images

ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে প্রতিপক্ষদের চোখে চোখ রেখে লড়াই করে মুগ্ধ করেছেন শুভমান গিল (Shubman Gill)। ব্যাট হাতেও দুরন্ত ছন্দে ছিলেন এই তরুণ তারকা। এবার তিনি আবার ঘরোয়া ক্রিকেটে ফিরতে চলেছেন। নিজেকে সবরকমভাবে প্রস্তুত করার জন্য এইরকম সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। সূত্র অনুযায়ী আসন্ন দলীপ ট্রফিতে (Duleep Trophy) নর্থ জোনের হয়ে নেতৃত্ব দেবেন শুভমান গিল (Shubman Gill)।

শেষ দলীপ ট্রফিতে (Duleep Trophy) সাউথ জোন চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছর এই টুর্নামেন্ট ২৮ আগস্ট থেকে শুরু হতে চলেছে। ইস্ট জোন থেকে নেতৃত্ব দেবেন তারকা ব্যাটসম্যান ঈশান কিষাণ‌ (Ishan Kishan)। এছাড়াও ওয়েস্ট জোন শার্দুল ঠাকুরের (Shardul Thakur) এবং সাউথ জোন তিলক বর্মার (Tilak Varma) অধিনায়কত্বে মাঠে নামতে চলেছে। ইস্ট জোনের হয়ে চোট সারিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। এই তারকা পেসারের দিকে নির্বাচকদের বিশেষ নজর থাকবে।

দুরন্ত ফর্মে রয়েছেন গিল-

আগস্টেই আবার অধিনায়ক হিসেবে মাঠে ফিরছেন গিল, এই নতুন দলের হয়ে সামলাবেন দায়িত্ব !! 2
Shubman Gill | Images: Getty Images

এই বছর আইপিএলে (IPL 2025) গুজরাট টাইটান্সের (GT) হয়ে দুরন্ত ফর্মে থাকার পর ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সুযোগ পান শুভমান (Shubman Gill)। তিনি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম থেকেই ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে হেডিংলেতে ১৪৭ রানের ইনিংস খেলেন এই তরুণ তারকা। এরপর এজবাস্টনে ব্যাট হাতে দুই ইনিংসেই ধারাবাহিকভাবে শতরান করে রীতিমতো চমক দেন। গিল এই ম্যাচের প্রথম ইনিংসে ২৬৯ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ইনিংসে ১৬১ রান তুলে নিয়েছিলেন।

চলতি সিরিজে তিনি ৫ ম্যাচে ৭৫৪ রান সংগ্রহ করেন। এর ফলে ভারতীয় অধিনায়ক হিসেবে কোনো টেস্ট সিরিজের সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন এই তারকা ব্যাটসম্যান। অন্যদিকে এখনও পর্যন্ত দেশের হয়ে শুভমান গিল (Shubman Gill) ৩৭ টি টেস্ট ম্যাচে ২৬৪৭ রান সংগ্রহ করেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ৬৬ ম্যাচে ৫৩৪১ রান আছে। ফলে ঘরোয়া ক্রিকেটে তাকে মাঠে নামতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট ভক্তরা।

Read Also: “এক হাতে ছক্কা হাঁকাবো..”, প্রসিদ্ধ কৃষ্ণার বোলিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যোগরাজ সিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *