অস্ট্রেলিয়া (India vs Australia ODI Series) সফরে ভারতীয় ওডিআই দলের লজ্জাজনক পরাজয় ভক্তরা এখনও মেনে নিতে পারেননি। অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) ভূমিকা রীতিমতো সমালোচনার মুখে পড়ে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে আবারও ওডিআই সিরিজে মাঠে নামতে চলেছে ব্লু ব্রিগেডরা। এই সিরিজে বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাকে (Rohit Sharma) আবারও দেশের জার্সিতে দেখার জন্য অপেক্ষা করছেন সমর্থকরা। খুব তাড়াতাড়ি বাছাই করা শক্তিশালী একদিনের দল ঘোষণা করবে বিসিসিআই। এই সিরিজে এবার একদিনের দলে ফিরতে চলেছেন ঋষভ পান্থ (Rishabh Pant)। তাকে নেতৃত্বের দায়িত্বও সামলাতে দেখা যাবে বলে খবর সামনে এসেছে।
Read More: “আমি চাই না ক্যাপ্টেন্সি..”, BCCI’এর মুখের ওপর না বললেন রোহিত শর্মা !!
চোটের কবলে গিল-

রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর ভারতীয় লাল বলের ক্রিকেটের নেতৃত্বে দায়িত্বে আসেন শুভমান গিল (Shubman Gill)। এরপর অস্ট্রেলিয়া সফরের আগে হিটম্যানকে সরিয়ে দিয়ে গিলকে ওডিআই দলেরও নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসা হয়। এই সিদ্ধান্ত ক্রিকেট ভক্তদের মধ্যে সমালোচনার মুখে পড়ে। অজিদের বিপক্ষে ওডিআই সিরিজ হারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তরুণ তারকা ব্যাটসম্যান।
কিন্তু ইডেন গার্ডেন্সে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে চোট পান তিনি। প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় ঘাড়ে যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন এই জনপ্রিয় ব্যাটসম্যান। তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হয়েছিল। বর্তমানে হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের পরামর্শে রয়েছেন। ফলে শুভমানের পক্ষে মাঠে ফিরে এখনই জাতীয় দলের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে এবং আসন্ন ওডিআই সিরিজ থেকে কার্যত ছিটকে গেছেন তিনি।
নেতৃত্বের দায়িত্ব ঋষভ পান্থ-

ঋষভ পান্থ (Rishabh Pant) শেষবার ভারতীয় একদিনের দলের হয়ে গত বছর আগস্ট মাসের শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিলেন। তিনি ধারাবাহিকভাবে এই ফরম্যাটে সেইভাবে সুযোগ পাচ্ছেন না। তবে এবার সূত্র অনুযায়ী গিলের চোটের কারণে এই তারকা ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআই সিরিজে সুযোগ পেতে চলেছেন। আসন্ন এই সিরিজে রোহিত শর্মাকে আবারও নেতৃত্বের দায়িত্বে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছিলেন কর্মকর্তারা। তিনি আর অধিনায়কের পদে ফিরে আসতে চান না বলেই খবর সামনে এসেছে।
এই কারণে পান্থকে ভারতের হয়ে প্রোটিয়াদের বিপক্ষে একদিনের সিরিজে অধিনায়ক হিসেবে বাছাই করা হয়েছে। এই জনপ্রিয় তারকা এখনও পর্যন্ত দেশের হয়ে ৩১ টি ওডিআই ম্যাচে ৮৭১ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) ওপর থেকে চাপ কমাতে চাইছে বিসিসিআই। ফলে তাদের আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে সম্ভবত বিশ্রাম দেওয়া হবে।