এশিয়া কাপে ব্যর্থ শুভমান গিল টি-২০ থেকে পড়ছেন বাদ, সহ অধিনায়ক হিসাবে দায়িত্বে এই তারকা !! 1

সাম্প্রতিক সময় আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটের জনপ্রিয়তা তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করছে। তবে জাতীয় দলের হয়ে ৩ ফরম্যাটেই খালার স্বপ্ন দেখেন ক্রিকেটাররা। শুভমান গিল (Shubman Gill) সাম্প্রতিক সময় টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসাবে আসার পর আবারও ২০ ওভারের ক্রিকেটে কামব্যাক করেছেন। তাকে এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল। কিন্তু তিনি ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে রীতিমতো হতাশ করেছেন। এবার গিল এই ফরম্যাট থেকে বাদ পড়তে চলেছেন বলে খবর সামনে এসেছে।

Read More: Asia Cup 2025: নকভি’র হাত থেকে ট্রফি নয়, ফাইনাল জেতার পরেও অবস্থানে অনড় টিম ইন্ডিয়া !!

বাদ পড়লেন গিল-

শুভমান
Shubman Gill | Image: Getty Images

২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে ভারতীয় ২০ ওভারের দলকে সবদিক থেকে শক্তিশালী করতে চাইছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে শুভমান গিলকে ওপেনার হিসেবে দেখতে পাওয়া গেছে। এই কারণে দুরন্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসন নিজের জায়গা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন‌। তবে গিল নিজের দায়িত্ব পালন করতে পারেননি। গতকাল পাকিস্তানের বিপক্ষে ফাইনালে গুরুত্বপূর্ণ সময় ব্যাটিং অর্ডারের ভরসা হয়ে উঠতে পারেননি তিনি।

টুর্নামেন্টে ৭ ম্যাচে সংগ্রহ করেছেন মাত্র ১২৭ রান। এর ফলে সূত্র অনুযায়ী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক এবার টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়তে চলেছেন। তাকে ওডিআই এবং লাল বলের ক্রিকেটে বেশি মনোযোগ দেওয়ার জন্য নির্দেশ দিতে পারেন কর্মকর্তারা। উল্লেখ্য এখনও পর্যন্ত এই তারকা ব্যাটসম্যান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২৮ ম্যাচে ৭০৫ রান সংগ্রহ করেছেন।

সহ অধিনায়ক তিলক বর্মা-

এশিয়া কাপে ব্যর্থ শুভমান গিল টি-২০ থেকে পড়ছেন বাদ, সহ অধিনায়ক হিসাবে দায়িত্বে এই তারকা !! 2
Tilak Verma | Images: Getty Images

বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন তিলক বর্মা (Tilak Varma)। তিনি এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) একের পর এক দায়িত্বপূর্ণ ইনিংস খেলে দলকে সাহায্য করেছেন। সুপার ৪’এ পাকিস্তানের বিপক্ষে ১৯ বলে অপরাজিত ৩০ রান সংগ্রহ করে ব্লু ব্রিগেডদের জয় এনে দিয়েছিলেন। এর সঙ্গেই পাক বাহিনীদের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় ব্যাট হাতে জ্বলে ওঠেন এই তারকা। সালমান আলী আঘাদের (Salman Ali Agha) বিপক্ষে রান তাড়া করতে নেমে ২০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিলেন তিলক।

এই রকম পরিস্থিতিতে এই তারকা সঞ্জু স্যামসনের (Sanju Samson) সঙ্গে ৫৭ রানের এবং শিবম দুবের (Shivam Dube) সঙ্গে ৬০ রানের পার্টনারশিপ গড়েন। শেষ পর্যন্ত ৫৩ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে চাপের মধ্যে থেকে দলকে বের করে নিয়ে এসে জয় এনে দেন। আইপিএলে তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও একাধিক দায়িত্বপূর্ণ ইনিংস খেলতে দেখা যায়। ফলে শুভমান গিলের বদলে আসন্ন সময় তিলক বর্মাকে সহ অধিনায়ক হিসেবে দেখা যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য এই তারকা ৩২ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৯৬২ রান সংগ্রহ করেছেন। তার ব্যাটিং স্ট্রাইক রেট ১৪৯।

Read Also: হ্যারিস রউফের নোংরামির জবাব দিলেন বুমরাহ, করলেন উগ্র সেলিব্রেশন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *