রোহিত শর্মা (Rohit Sharma) সাম্প্রতিক সময় ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসাবে একাধিক রেকর্ড গড়েছেন। তিন ফরম্যাটেই তিনি দলকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। বর্তমানে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন হিটম্যান। একদিনের ক্রিকেটকেও এই তারকা খুব তাড়াতাড়ি বিদায় জানাতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। এর মধ্যেই ভারতীয় দলের নতুন ওডিআই অধিনায়ক কে হবেন তা নিয়ে চলছে পর্যালোচনা। এবার এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) নন এই তরুণ তারকা পেতে পারেন ওডিআই দলের অধিনায়কত্ব।
Read More: TOP 5: ৫ টি কারণ যার জন্য হার্দিক পান্ডিয়াকে ভরসা করতে পারেন না গৌতম গম্ভীর ও বিসিসিআই !!
ভাবনাচিন্তায় নেই শ্রেয়স-

ভারতীয় ওডিআই দলের হয়ে এবং আইপিএলে (IPL 2025) ধারাবাহিকভাবে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দুরন্ত ফর্মে রয়েছেন। ব্যাট হাতে গড়ছেন একের পর এক অসাধারণ ইনিংস। এমনকি গত বছর তার নেতৃত্বে কলকাতার নাইট রাইডার্স (KKR) চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জয় করে। ফলে আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় টি-টোয়েন্টি দল থেকে শ্রেয়স বাদ পড়ায় ক্রিকেট মহলে সমালোচনার ঝড় ওঠে। এর মধ্যেই খবর সামনে এসেছিল যে তাকে বিসিসিআই (BCCI) রোহিত শর্মার (Rohit Sharma) পর অধিনায়ক হিসাবে ভাবনা চিন্তা করছে।
কিন্তু এই সম্ভাবনা এবার উড়িয়ে দিলেন স্বয়ং বিসিসিআই (BCCI) সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia)। তিনি বলেন, “এই ধরণের খবর আমার সামনে এসেছে। কিন্তু এখনও পর্যন্ত শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ভারতীয় দলের অধিনায়ক হওয়ার বিষয় কোনো আলোচনা হয়নি।” উল্লেখ্য এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন এই তারকা ব্যাটসম্যান। তিনি ৫ ম্যাচে সংগ্রহ করেছিলেন ২৪৩ রান। এছাড়াও এখনও পর্যন্ত শ্রেয়স দেশের হয়ে ৭০ টি ওডিআই ম্যাচে ২৮৪৫ রান তুলে নিয়েছেন।
অধিনায়ক হতে পারেন এই তারকা-

রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ভারতীয় ২০ ওভারের দলকে নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলের (Shubman Gill) ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। এই তারকা ব্যাটসম্যান এই বছর আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ঠান্ডা মাথায় আগ্রাসী মনোভাব নিয়ে নেতৃত্বের দায়িত্ব সামলেছিলেন।এর ফলে আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলের সহ অধিনায়ক হিসেবেও তাকে বেছে নেওয়া হয়েছে।
সূত্র অনুযায়ী রোহিত শর্মার (Rohit Sharma) পর শুভমান গিলকে (Shubman Gill) ভারতীয় দলের ওডিআই অধিনায়ক হিসাবে আসতে পারেন। তাকে নিয়ে ইতিমধ্যেই বিসিসিআই (BCCI) কর্মকর্তারা চিন্তাভাবনা শুরু করেছেন। এই তারকা ব্যাটসম্যানকে তিন ফরম্যাটেই নেতৃত্বে দায়িত্ব দিতে চাইছেন তারা। উল্লেখ্য এখনও পর্যন্ত গিল ভারতের হয়ে ৫৫ টি ওডিআই ম্যাচে ২৭৭৫ রান সংগ্রহ করেছেন। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতীয় দলের হয়ে রোহিতের সঙ্গে সহ অধিনায়কের দায়িত্ব পালন করে ছিলেন তিনি। ফলে ওডিআই দলের অধিনায়ক হিসেবে এলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তুলনা এই তারকা ব্যাটসম্যান।