নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা করলো বিসিসিআই, এই তরুণ তারকা পাচ্ছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব !! 1

বর্তমানে আইপিএলের উন্মাদনায় মেতে রয়েছেন ক্রিকেট ভক্তরা। এর মধ্যেই বিসিসিআই (BCCI) আসন্ন আন্তর্জাতিক সিরিজগুলির জন্য ভারতীয় দল নিয়ে ভাবনাচিন্তে শুরু করে দিয়েছে। একাধিক তরুণ ক্রিকেটার নির্বাচকদের নজরে এসেছেন। অন্যদিকে আচমকাই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ক্রিকেট মহলে হ‌ইচ‌ই ফেলে দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এই অবসরের কারণ নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছেন ক্রিকেট সমর্থকরা। এরমধ্যেই এবার নতুন ভারতীয় টেস্ট দলের অধিনায়কের নাম সামনে এলো।

Read More: “চা কেমন লাগলো?..”, পাকিস্তানে ভারতীয় সেনার মিসাইল হামলার পর শহীদ আফ্রিদিকে বার্তা শিখর ধাওয়ানের !!

অধিনায়ক হতে চলেছেন শুভমান গিল-

নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা করলো বিসিসিআই, এই তরুণ তারকা পাচ্ছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব !! 2
Shubman Gill | Images: Instagram

ভারতীয় দল আসন্ন জুন মাসে ইংল্যান্ডের (IND vs ENG) মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করতে চলেছে। এই সিরিজের মধ্যে দিয়ে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) চক্রে যাত্রা শুরু করবে ব্লু ব্রিগেডরা। ফলে বিসিসিআই সুদূরপ্রসারী পরিকল্পনা হিসাবে এবার ভারতীয় টেস্ট দলের দায়িত্ব একজন তরুণ ক্রিকেটারের হাতে তুলে দিতে চাইছেন। ইতিমধ্যেই শুভমান গিলের (Shubman Gill) নাম আলোচনায় উঠে এসেছে। ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান সাম্প্রতিক সময় গুজরাট টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক হিসেবে নিজের দক্ষতা প্রদর্শন করেছেন। ফলে রোহিত শর্মার (Rohit Sharma) পর শুভমান (Shubman Gill) ভারতীয় টেস্ট দলের যোগ্য অধিনায়ক হবেন বলেও বিশেষজ্ঞরা মনে করছেন। চলতি আইপিএলে শুভমান গিলের নেতৃত্ব গুজরাট টাইটান্স ১১ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে। অন্যদিকে এই তরুণ তারকা ব্যাটসম্যান এখনও পর্যন্ত ভারতের হয়ে ৩২ টি টেস্ট ম্যাচে ১,৮৯৩ রান সংগ্রহ করেছেন। এছাড়াও এই ফরম্যাটে তার ব্যাট থেকে এসেছে ৫ টি শতরান ও ৭ টি অর্ধশতরান।

টেস্ট ক্রিকেটকে বিদায় রোহিতের-

নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা করলো বিসিসিআই, এই তরুণ তারকা পাচ্ছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব !! 3
Rohit Sharma | Images: Instagram

বিরাট কোহলির (Virat Kohli) পর ভারতীয় টেস্ট দলের দায়িত্ব পেয়ে নতুন দিশা দেখিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তার আগ্ৰাসী নেতৃত্বে ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করেছিল ভারতীয় দল। তবে সাম্প্রতিক সময় বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে ব্যর্থ হন রোহিত শর্মা (Rohit Sharma)। এমনকি ব্যাট হাতেও সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। এর ফলে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে সন্মানের সঙ্গে নিজেই জাতীয় টেস্ট দল থেকে সরে দাঁড়ালেন এই অভিজ্ঞ তারকা ব্যাটসম্যান। গতকাল একটি ইনস্টাগ্রাম পোস্টে রোহিত শর্মা (Rohit Sharma) লেখেন, “সকলকে জানাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই। তবে আমি একদিনের ক্রিকেটে লেখা চালিয়ে যাবো।” উল্লেখ্য এই তারকা ব্যাটসম্যান জাতীয় দলের হয়ে ৬৭ টি টেস্ট ম্যাচে ৪৩০১ রান সংগ্রহ করেছেন।

Read Also: “ভারতীয় ক্রিকেট কারও ব্যক্তিগত সম্পত্তি নয়…” চাঁচাছোলা গম্ভীর, কড়া ভাষায় আক্রমণ নিন্দুকদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *