IPL 2025: গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের (Gujarat Titans vs Sunrisers Hyderabad) ম্যাচের উত্তাপ গতকাল ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। দুই দলই ২ পয়েন্ট সংগ্রহ করার জন্য মরিয়া লড়াই চালায়। গুজরাট অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) ম্যাচ চলাকালীন একাধিকবার আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। যা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা শুরু হয়েছে। তবে শুধুমাত্র আম্পায়ারদের সঙ্গে ঝামেলায় জড়িয়েই থেমে থাকেননি শুভমান। অভিষেক শর্মাকে (Abhishek Sharma) লাথি পর্যন্ত মারেন। সেই ভিডিও বর্তমানে ক্রিকেট মহলে ভাইরাল হয়েছে।
Read More: Video: বিতর্কিত আউটে গর্জে উঠলেন শুভমান, আম্পায়ারদের সঙ্গে তার বিবাদের ভিডিও ভাইরাল !!
অভিষেককে লাথি মারলেন গিল-

ম্যাচের প্রথম ইনিংসে দুরন্ত ব্যাটিংয়ের মাধ্যমে শুভমান গিল (Shubman Gill) গুজরাটের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় বিতর্কিত রান আউটের কারণে তাকে মাঠ ছাড়তে হয়। এই আউট মেনে নিতে না পেরে গুজরাট অধিনায়ক আম্পায়ারদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ১৪ তম ওভারে অভিষেক শর্মার (Abhishek Sharma) এলবিডব্লিউর জন্য রিভিউ নেন শুভমান। দেখা যায় বলটি সামান্য উইকেট স্পর্শ করেছিল। কিন্তু অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত নট আউট থাকায় অভিষেক আউট হননি। এই সিদ্ধান্ত নিয়েও শুভমান গিল (Shubman Gill) আম্পায়ারদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। অভিষেক শর্মা এসে গুজরাট অধিনায়ককে শান্ত করার চেষ্টা করেছিলেন। অন্যদিকে এই সময় হায়দ্রাবাদের তরুণ ওপেনার চোট পান। ফিজিও মাঠে ছুটে এসে তার চিকিৎসা করছিলেন। তখন শুভমান (Shubman Gill) এসে অভিষেককে (Abhishek Sharma) লাথি মারেন। এই দুই ক্রিকেটার দীর্ঘদিন একসঙ্গে ক্রিকেট খেলার কারণে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ফলে বিষয়টি পুরোটাই মজার ছলে ঘটেছে। বর্তমানে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
দেখুন সেই ভিডিওটি-
প্লে অফের দৌড়ে এগিয়ে গুজরাট-

চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছিল গুজরাট টাইটান্স (GT)। তারপর ৪ ম্যাচে পরপর জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় শুভমান গিলের (Shubman Gill) দল। বর্তমানে শেষ ৫ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় পেয়েছে গুজরাট। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে শুভমান গিল ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। তার করা ৭৬ রানে ভর করে ২২৫ রানের লক্ষ্যমাত্রা দেয় গুজরাট। এই রান তাড়া করতে নেমে অভিষেক শর্মা (Abhishek Sharma) মরিয়া লড়াই চালান। কিন্তু শেষ পর্যন্ত হায়দ্রাবাদ ৩৮ রানে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে। এর ফলে শুভমান গিলের দল বর্তমানে ১০ ম্যাচের মধ্যে ১৪ পয়েন্ট সংগ্রহ করে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে। ৬ মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে গুজরাট।