shubman-gill-is-the-crush-of-rashmika-mandhana

বর্তমানে ভারতীয় ক্রিকেটের সবথেকে উদীয়মান তরুণ ক্রিকেটার হলেন শুভমান গিল (Shubman Gill)। ২০২৩ সালে একেবারে কামাল করেছেন গিল। যদিও চলতি উইন্ডিজ সিরিজে ফর্মের সঙ্গে লড়াই করছেন টিম ইন্ডিয়ার এই ওপেনার ব্যাটসম্যান। সামনেই এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপ (WC 2023), তার উপরেই বিশ্ব ক্রিকেটের নজর থাকবে। তবে, ক্রিকেটের বাইরেও তিনি বেশ চর্চায় থাকেন। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কন্যা সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে সম্পর্ক রয়েছে শুভমানের, রটেছিলো এমন কথাও, যার গুঞ্জন ছড়িয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। তবে, এই খবরের ধামাচাপা পড়তে না পড়তেই আবার নতুন খবর উঠে আসলো।

Read More: World Cup 2023: বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ করল আইসিসি, পাল্টে গেল ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ !!

গিলের উপর ক্রাশ খেলেন রাশ্মিকা

Rashmika Mandhana, shubman gill
Rashmika Mandhana | Image: Twitter

‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মান্ধানা ক্রাশ হয়ে উঠেছেন গিল। দক্ষিণী এই নায়িকা তার লুকের জন্য বেশ জনপ্রিয়। তবে, কিছুদিন আগে আল্লু অর্জুনের সঙ্গে পুষ্প: দ্য রাইজ-এ ‘শ্রীবল্লী’ চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন। তার বিশ্বব্যাপী ফ্যান ফলোয়িংও রয়েছেন। এমনকি তিনি অর্ধেক ভারতীয় তরুণের ক্রাশ। তবে, শেষমেশ ন্যাশনাল ক্রাশ নিজেই ক্রিকেটার শুভমান গিলের (Shubman Gill) উপরই ‘ক্রাশ’ খেয়ে গেলেন।সম্প্রতি, রশ্মিকা মান্দানা ল্যাকমে ফ্যাশন সপ্তাহে একটি ফ্যাশন স্প্ল্যাশ করেছেন, যেখানে তাকে শাড়িতে বেশ লাস্যময়ী দেখাচ্ছিল।

রাশ্মিকা ও গিলের ক্যারিয়ার

rashmika mandhana and shubman gill
Rashmika Mandhana and Shubman Gill | Image: Twitter

তার উপস্থিতির সময়, অভিনেত্রীকে বেশ লজ্জায় দেখা গিয়েছিল যখন তাকে তার ‘ক্রিকেটার’ ক্রাশের নাম জিজ্ঞাসা করা হয়। তখন তিনি শুভমান গিলের নামই উল্লেখ করেছিলেন। যদিও অন্যদিকে, কয়েকদিন আগে, একটি সাক্ষাত্কারের সময়, গিলকে যখন তার প্রিয় অভিনেত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি অবশ্য রশ্মিকার নাম মুখে নেননি। দুই জনপ্রিয় সেলিব্রিটির সম্পর্কে বলতে গেলে বর্তমানে রশ্মিকা আল্লু অর্জুনের সাথে পুষ্প: দ্য রুল-এর শুটিংও করছেন। অন্যদিকে উইন্ডিজ সফরে রয়েছেন শুভমান গিল। ভারতীয় দলের হয়ে ১৮ টেস্টে ৩২.৩ গড়ে ৯৬৬ রান করেছেন তিনি। পাশাপাশি ২৭ ওডিআই ম্যাচে ৬২.৪৮ গড়ে ১৪৩৭ রান বানিয়েছেন ও ৯ টি টোয়েন্টি ম্যাচে ২৭.২৫ গড়ে ২১৮ রান বানিয়েছেন।

এখানে দেখুন ভিডিও

Read Also: WI vs IND: শুভমানের অফ-ফর্ম অব্যাহত, তৃতীয় টি-২০তেও স্বল্প রানেই সাজঘরে ফিরলেন ভারতীয় ওপেনার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *