অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হেরেছে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন ভারতীয় দল। রোহিত-বিরাট দের লড়াইয়ের জয় আসেনি ভারতীয় শিবিরে। ভারতীয় দল সিরিজের প্রথম দুই ম্যাচেই পরাজিত হয়ে সিরিজ হেরেছিল। দলের ব্যাটসম্যানরা সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। প্রথম দুই ম্যাচে কেবলমাত্র রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ব্যাট থেকে অর্ধশত রানের বেশি স্কোর লক্ষ্য করা গিয়েছিল। তবে অস্ট্রেলিয়া দল খুব সহজেই ভারতকে পরাস্ত করতে সক্ষম হয়েছিল। প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া সফরের আগেই ভারতীয় দলের নেতৃত্বে বদল দেখা গিয়েছে। ভারতের নতুন অধিনায়ক হয়েছেন শুভমান গিল (Shubman Gill)। তাছাড়া সহ অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন শ্রেয়স।
তৃতীয় ম্যাচে দুরন্ত ব্যাটিং করেছেন রোহিত-বিরাট

নতুন অধিনায়কত্বে ভারতীয় দল সেভাবে ছন্দ দেখাতে না পারলেও প্রাক্তন দুই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) তৃতীয় ম্যাচে তাদের জাত চেনালেন। এদিন রোহিতের ব্যাট থেকে এসেছিল ১২৫ বলে ১২১* রান বানান এবং বিরাট কোহলি ৮১ বলে ৭৪* রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। দুজনের টিকে থাকা নিয়ে বেশ প্রশ্ন উঠেছিল। তবে, এই সিরিজে দুজনেই তাঁদের জাত চিনিয়েছেন। কোহলি প্রথম দুই ম্যাচে খাতা খুলতে ব্যার্থ হয়েছিলেন এবং তৃতীয় ম্যাচে ফর্মে ফেরেন তিনি। অন্যদিকে, রোহিত শেষ দুই ম্যাচেই রান পেয়েছেন। দুজনের লক্ষ ২০২৭’এর ওডিআই বিশ্বকাপ খেলার। তবে, রোহিতকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়ায় প্রশ্ন উঠেছে তাঁদের ভবিষ্যৎ নিয়ে।
রোহিত-বিরাটের প্রশংসায় পঞ্চমুখ শুভমান গিল

তবে, বর্তমান ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল রোহিত ও বিরাটের ব্যাটিং নিয়ে বেশ খুশি। সংবাদ সম্মেলনে রোহিত ও বিরাটের প্রসঙ্গে বলেছেন, “বিরাট ভাই এবং রোহিত ভাইকে খেলতে দেখাটা সত্যিই আনন্দের। বিশেষ করে যখন তারা এভাবে ব্যাট করছে, বল তাদের ব্যাট থেকে উড়ে যাচ্ছে, এবং তাদের ব্যাট থেকে আসা শব্দ শুনতেই বোঝা যায় যে তারা দুজনেই ভালো ছন্দে আছেন। তাদের কথা মতনই যেন কাজ করছে।” রোহিত ও বিরাট দুজনেই ওডিআই ফরম্যাটের কিংবদন্তি। এদিন কুমার সাঙ্গাকারাকে টপকে ওডিআই ফরম্যাটে সবথেকে বেশি রান বানানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিরাট কোহলি এবং সৌরভ গাঙ্গুলিকে টপকে নবম স্থানে উঠে এসেছেন রোহিত।