ভারতীয় শিবিরে দুশ্চিন্তা, ICU-তে ভর্তি ভারতীয় অধিনায়ক শুভমান গিল !! 1

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টটি কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হচ্ছে। আজ তৃতীয় দিনের খেলায় মাঠে হাজির নেই ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ইডেন টেস্টের তৃতীয় দিনের শুরুতেই বড় আপডেট দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। দুই দলের প্রথম টেস্টে চাপের মুখে রয়েছে ভারতীয় দল। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করতে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)।

প্রথম ইনিংসে বুমরাহ ম্যাজিকে দক্ষিণ আফ্রিকা ১৫৯ রানে গুটিয়ে গিয়েছিল। যার জবাবে ব্যাটিংয়ে এসে ভারত ১৮৯ রানে গুটিয়ে যায়। মূলত, ভারতীয় ইনিংসে ঘটে গিয়েছিল অঘটন। ভারতীয় দলের হয়ে কোনো ব্যাটসম্যান এদিন স্বচ্ছন্দের সঙ্গে ব্যাটিং করেননি। ভারতের হয়ে তিনে ব্যাটিং করতে বসেছিলেন ওয়াসিংটন সুন্দর। এই টেস্টে সাই সুদর্শনের জায়গা না হওয়ায় সুন্দরকে নতুন পজিশনের ব্যাটিং করতে দেখতে পাওয়া গেছে। তবে, তিনি আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন শুভমান।৩৫তম ওভারে নেমে আত্মবিশ্বাসের সঙ্গে ইনিংসের সূচনা করেছিলেন তিনি। সাইমন হার্মারের বলে দারুণ এক বাউন্ডারিতে ইনিংস শুরু করেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই চোটের কারণে তাকে চলে যেতে হয় মাঠের বাইরে।

চোট পেয়ে ICU’তে ভর্তি শুভমান গিল

শুভমান গিল
Shubman Gill | Image: Twitter

রবিবার সকালে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) পক্ষ থেকে জানানো হয়, ”দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ইডেন টেস্টে ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল ঘাড়ে চোট পেয়েছেন। দ্বিতীয় দিনের খেলার শেষে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই টেস্ট ম্যাচে তাঁকে আর খেলতে দেখা যাবে না। BCCI-এর মেডিক্যাল টিম গিলকে পর্যবেক্ষণে রাখবে।

প্রসঙ্গত, শনিবার সাইমন হার্মারের বলে দারুণ এক বাউন্ডারিতে ইনিংস শুরু করেন গিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই চোটের কারণে তাঁকে মাঠ ত্যাগ করতে হয়। সুইপ মারতে গিয়ে ঘাড়ে ব্যাথা অনুভব করেন শুভমান এবং মেডিকেল দলের সঙ্গে মাঠ ত্যাগ করেন। দ্বিতীয় দিনের শেষে মাঠ থেকেই অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গিলকে তাঁর ঘাড়ের পরীক্ষার জন্য।  ঘাড়ে অস্বস্তি অনুভব করতে দেখা যায় তাঁকে, পরে সঙ্গে সঙ্গে হেলমেট খুলে তিনি ঘাড় চেপে ধরেন। দ্রুতই ফিজিও মাঠে ছুটে আসেন। কিছুক্ষণ পরীক্ষার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Read Also: IPL 2026: বাদ লিভিংস্টোন-আগারওয়াল, আসন্ন আইপিএলের জন্য রিটেনশন তালিকা প্রকাশ করলো RCB !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *