ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুটি টেস্ট ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ পকেটে পোরাই এখন ভারতীয় দলের (IND vs ENG) প্রধান লক্ষ্য। শুভমান গিল (Shubman Gill) ম্যাঞ্চেস্টারে মাঠে নামার আগে বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করেছেন। নতুন করে কৌশল তৈরিতে ব্যস্ত প্রধান কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। তবে বর্তমানে ব্লু ব্রিগেডদের চোট সমস্যা চিন্তার মধ্যে রেখেছে। আর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) পর আকাশ দীপ (Akash Deep) এবং নীতিশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) চোট পাওয়ার খবর সামনে এসেছে। এর মধ্যেই শুভমান গিল (Shubman Gill) এবং সারা তেন্ডুলকারের (Sara Tendulkar) প্রেমের গুঞ্জন যেন থামতেই চাইছে না। এবার এই দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো।
Read More: IND vs ENG 4th Test: চোটে কাবু জোড়া পেসার, ম্যাঞ্চেস্টার টেস্টে বোলিং আক্রমণ সাজাতে হিমশিম কোচ গম্ভীর !!
গিল-সারার নতুন ছবি ভাইরাল-

ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) কন্যা সারা তেন্ডুলকারের (Sara Tendulkar) প্রেমের সম্পর্ক রয়েছে বলে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। তবে কেউই এখনও পর্যন্ত এই বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেননি। এর মধ্যেই সম্প্রতি লন্ডনে শুভমান গিল (Shubman Gill) এবং সারা তেন্ডুলকারকে (Sara Tendulkar) একসঙ্গে দেখা গিয়েছিল। তারা যুবরাজ সিংয়ের আয়োজিত ক্যান্সারের সচেতনতা জন্য একটি চ্যারিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দূর থেকে একে অপরের দিকে লাজুকভাবে তাকানোর ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এর মধ্যেই এবার সারা তেন্ডুলকারকে (Sara Tendulkar) শুভমান গিলের (Shubman Gill) জড়িয়ে ধরার ছবি সামনে এলো। যা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চা চলছে। সারা এবং গিল দুজনেই কি এবার নিজেদের প্রেমের সম্পর্কে সীলমোহর দিতে চলেছেন তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। তবে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই ভাইরাল ছবির পিছনে সত্য ঘটনা সামনে এনেছেন। ছবিতে পিছন থেকে সাদা পোশাক পরা এক মহিলাকে শুভমান গিল (Shubman Gill) জড়িয়ে ধরছেন দেখা যাচ্ছে। এই মহিলা সারা তেন্ডুলকার নন। তিনি যুবরাজ সিংয়ের স্ত্রী হ্যাজেল কিচ (Hazel Keech)। এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সম্পূর্ণ ভিডিও সামনে এনে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন।
দেখুন সেই ভিডিও-
কঠিন লড়াইয়ের শুভমান-

ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর অনেকটাই চাপ বৃদ্ধি হয়েছে শুভমান গিলের (Shubman Gill) ওপর। কিন্তু তিনি ব্যাট হাতে লড়াই চালিয়ে নিজেকে প্রমাণ করেছেন। ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেডিংলেতে প্রথম ইনিংসে গিল ১৪৭ রান সংগ্রহ করেন। এরপর দ্বিতীয় টেস্টে এজবাস্টনে ব্যাট হাতে জ্বলে ওঠেন এই তরুণ তারকা। তিনি প্রথম ইনিংসে ২৬৯ রান তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ইনিংসে ১৬১ রান সংগ্রহ করে নতুন রেকর্ড সৃষ্টি করেন।
তবে লর্ডসে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন গিল (Shubman Gill)। তিনি তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৬ এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ রান সংগ্রহ করে দলকে হতাশ করেন। বর্তমানে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি টেস্ট সিরিজে ভারতীয় দল ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে। এই সিরিজের চতুর্থ ম্যাচ ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে ব্লু ব্রিগেডদের জয় তুলে নিতে হলে শুভমান গিলকে (Shubman Gill) ব্যাট হাতে ফর্মে ফিরে আসতে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।