ভারতীয় দলের তারকা ক্রিকেটার শুভমান গিল (Shubman Gill) এখন ভারতীয় দলকে দুই ফরম্যাটে নেতৃত্ব দিতে চলেছে। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) খুব কাছের একজন হয়ে উঠেছেন শুভমান। টেস্ট ফরম্যাটের পরেই রোহিত শর্মার মতন অভিজ্ঞ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে অধিনায়ক হয়েছেন। গম্ভীরের পছন্দের শুভমান কঠিন পরিস্থিতিতে কিংবা আইসিসি ইভেন্টে সেভাবে নিজেকে ফুটিয়ে তুলতে পারেননি। শুভমান একাধিকবার ব্যার্থ হয়েছেন বড় মঞ্চে। দ্বিপাক্ষিক সিরিজে রান বানালেও, এশিয়া কাপ কিংবা আইসিসি ইভেন্টে শুভমানের চওড়া ব্যাট তখন ছোট হয়ে যায়।
গম্ভীরের পছন্দ সামলাবেন দায়িত্ব

বিগত কয়েক মাসে বেশ ভালো ছন্দ দেখাচ্ছেন শুভমান গিল। ব্যাট হাতে তিনি ইংল্যান্ডের মাটিতে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে দুই ফরম্যাটের অধিনায়ক বানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। রোহিত শর্মা যিনি ২০২৫’এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং শিরোপা জয় করেছিলেন তাকেই বদলে ফেলা হলো। ২০২৭’ এর বিশ্বকাপে নাকি রোহিত বা কোহলির কারোর নিশ্চয়তা নেই। তাই বিশ্বকাপের আগে গিলকে প্রয়োজনীয় সময় দেওয়ার জন্যই ওকে এখন ক্যাপ্টেন করেছে বোর্ড। গৌতম গম্ভীরের প্রিয় ছাত্র হয়ে উঠেছেন শুভমান, গম্ভীরকে সবসময় তরুণ খেলোয়াড়দের (youngsters) নিয়ে খেলতে দেখা যায়। যে কারণে রোহিত বা কোহলির না খেলা নিয়েও কোনো মাথাব্যথা নেই।
Read More: স্কোয়াড ঘোষণা হতেই বদলে গেল টিম ইন্ডিয়ার অধিনায়ক, দায়িত্ব পেলেন এই তারকা !!
কঠিন সময়ে ব্যার্থ শুভমান গিল

প্রসঙ্গত, শুভমান গিলের কথা বলতে গেলে, তিনি আইসিসি ইভেন্টে ছন্দ দেখাতে ব্যার্থ হয়েছেন এবং ক্যারিয়ারের শুরু হতেই মূল ম্যাচে ছন্দ পতন হয়েছিল তাঁর। ২০১৮ সালে শুভমান যখন অনূর্ধ ১৯ বিশ্বকাপ খেলেছিলেন তখন ফাইনালে ব্যার্থ হয়েছিলেন তিনি। মেগা ফাইনালে (mega final) ৩০ বলে ৩১ করেছিলেন শুভমান। এরপর, জাতীয় দলের হয়ে ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২৮ ও ৮ রান বানিয়েছিলেন গিল। এরপর, ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ১৩ ও ১৮ রান বানান। এরপর, ২০২৩’ এর বিশ্বকাপ ফাইনালে ৪ রানে প্যাভিলিয়নে ফেরেন গিল। ২০২৫’এর চ্যাম্পিয়ন্স ট্রফির দুই নক আউট (knockout match) ম্যাচেই ফ্লপ হয়েছেন গিল। তিনি দেশের মাটিতেই একাধিক রান বানিয়েছেন। বিদেশের মাটিতে এবার ইংল্যান্ডে প্রচুর রান বানালেও পিচ তুলনামূলক ব্যাটিং (batting paradise) সহায়ক ছিল। গম্ভীর ও আগারকার গিলের উপর চূড়ান্ত বিশ্বাস করছেন যা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে।