IPL 2025: ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে আরও একটি দুর্দান্ত জয় ছিনিয়ে নিলো গুজরাট টাইটান্স (Gujarat Titans)। এর সঙ্গেই তারা ৮ ম্যাচে মধ্যে ৬ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখলো। আজ ম্যাচে গুজরাটের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন। প্রথম থেকেই তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। ফলে শুভমান ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। ম্যাচ শেষে দলের প্রতি আবদান রাখতে পেরে নিজের আবেগ প্রকাশ করলেন গুজরাট অধিনায়ক।
Read More: KKR vs GT: আজিঙ্কা রাহানে মরিয়া লড়াইয়েও ঘুরে দাঁড়াতে ব্যর্থ কলকাতা, ৩৯ রানে হার গুজরাটের বিপক্ষে !!
শুভমানের দুরন্ত ব্যাটিং-

আজ প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে সাই সুদর্শনের (Sai Sudarshan) সঙ্গে দুরন্ত ব্যাটিং শুরু করেন শুভমান (Shubman Gill)। এই দুই ব্যাটসম্যান ৭৫ বলে ১১৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। তারপর জস বাটলারের (Jos Buttler) সঙ্গে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান গুজরাট অধিনায়ক। আজ তার ব্যাট থেকে ৫৫ বলে ৯০ রান আসে। শুভমানের ইনিংসটি ১০ টি চার এবং ৩ টি চার দিয়ে সাজানো ছিল। এর ফলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গুজরাট টাইটান্স ১৯৯ রানের লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে নাইট অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) দুরন্ত একটি অর্ধশতরান করেন। কিন্তু শেষ পর্যন্ত কেকেআর ৩৯ রানে হারের সম্মুখীন হয়।
ম্যাচের সেরা হয়ে খুশি শুভমান-

ম্যাচের সেরা নির্বাচিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভমান গিল (Shubman Gill) বলেন, “আমি খুবই খুশি। দুটি পরপর ম্যাচে জয় পেয়ে ভালো লাগছে। এই দুটি ম্যাচ আমরা কোথায় দাঁড়িয়ে আছি স্পষ্ট করে দিয়েছে। আমরা যখনই মাঠে নামি নিজেদের সেরাটা দিতে চাই। কখনও এটা ভাবি না যে একজনকে শেষ পর্যন্ত থেকে ম্যাচ জেতাতে হবে। আমরা শুধু আলোচনা করি পরিস্থিতি অনুযায়ী কীভাবে রান সংগ্রহ করে ম্যাচটিকে আরও গভীরে নিয়ে যাওয়া যায়। আজ ম্যাচে আমরা এগিয়ে ছিলাম। কিন্তু ম্যাচে এগিয়ে থাকা এবং ম্যাচ জয় করা আলাদা জিনিস। এই ফরম্যাটে নিখুঁতভাবে খেলা অসম্ভব। সব ম্যাচেই কোনো না কোনো খামতি থাকবেই। আমি যদি থাকতাম আরও ১০ রান অতিরিক্ত হতে পারতো। বোলিংয়ে কয়েকটা ভুল ত্রুটি ছিলো। আপনি যদি নিখুঁতভাবে নাও খেলেন জয়ের জন্য রাস্তা বার করতে হবে। যেটা আমরা ভালোভাবে করেছি।”