IND vs ENG: জমে উঠেছে ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার ভরাডুবির পর দ্বিতীয় টেস্টে ভারতীয় দল রয়েছে চালকের আসনে। তবে দুই ইনিংসে কেবলমাত্র দুই ব্যাটসম্যান নিজেদের প্রদর্শন দেখাতে সক্ষম হয়েছেন। প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও দ্বিতীয় ইনিংসে শুভমান গিল (Shubman Gill) ৩ সংখ্যার স্কোর গড়তে সক্ষম হয়েছেন। টিম ইন্ডিয়া গতকাল ইংল্যান্ডের সামনে ৩৯৯ রানের টার্গেট রেখেছিল। তবে চলতি ম্যাচে পাওয়া গেল দুঃসংবাদ, ভারতীয় দলের স্টার পারফরমার শুভমান গিল (Shubman Gill) গেলেন টেস্ট সিরিজ থেকে ছিটকে।
গতকাল ভারত ও ইংল্যান্ডের ম্যাচের তৃতীয় দিনে ব্যাটিং করতে এসে অসাধারণ শতরান হাঁকান গিল। বিগত কয়েক মাস ধরেই টেস্ট ক্রিকেটে খুবই নিম্নমানের পারফরমেন্স ছিল তার। তার এই প্রদর্শনের পর তাকে দল থেকেও বাদ দেওয়ার প্রসঙ্গ উঠেছিল, কিন্তু গতকাল তার দুরন্ত শতরান ক্রিকেট এক্সপার্টদের একেবারে চুপ করিয়া রেখেছে। টেস্ট ক্রিকেটে এটি গিলের তৃতীয় সেঞ্চুরি, এবং তিনি ১৪৭ বলে ১১ চার ও দুটি ছক্কায় ১০৪ রান করেন। তবে বিসিসিআই ঘোষণা করেছে যে গিল দ্বিতীয় দিন ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন এবং চতুর্থ দিন তাকে ফিল্ডিং করতে যাবে না দেখা।
বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় আপডেটটি শেয়ার করে জানিয়েছে, “২য় দিনে ফিল্ডিং করার সময় শুভমান গিল তার ডান তর্জনীতে আঘাত পেয়েছিলেন। তিনি আজ মাঠে নামবেন না।” চতুর্থ দিনের শুরুতে সরফরাজ খানকে (Sarfaraz Khan) তার জায়গায় ফিল্ডিং করতে দেখা যাচ্ছে।
UPDATE: Shubman Gill hurt his right index finger while fielding on Day 2. He won’t be taking the field today.#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) February 5, 2024