এশিয়া কাপ মানেই ভারত ও পাকিস্তানের (IND vs PAK) লড়াই। ভক্তরা অপেক্ষা করে থাকে এই হাইভোল্টেজ ম্যাচের জন্য। আর এই হাইভোল্টেজ ম্যাচটি আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচ নিয়ে অবশ্য নেই কোনো বিশেষ উত্তেজনা। কোটি কোটি দর্শক টিভি পর্দায় চোখ রাখলেও এই মহারণ সম্পন্ন হওয়া নিয়ে রয়েছে সংশয়। কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের পর এবার দুই দলের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেট ভক্তরা।
ভারত-পাক ম্যাচ নিয়ে রয়েছে সংশয়

সাম্প্রতিক সময়ে পাহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তান ও ভারতের সম্পর্কের বেশ টানাপোড়েন লক্ষ করা গিয়েছে। পাহেলগাঁও জঙ্গি হামলার বদলে অপারেশন সিঁদুরে-পরবর্তী অবস্থায় দুই দেশের সম্পর্ক একেবারেই খারাপ দিকে গিয়েছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে খেলাধুলার উপরেও এবার তার প্রভাব পড়তে চলেছে।কয়েক মাস আগে, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)-এর মধ্যে নানা পর্যায়ে টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত আলোচনার ভিত্তিতে দুই দলকে এশিয়া কাপের মঞ্চে রাখা হয়েছে তাও আবার একই গ্রুপে। যে কারণে এবার এশিয়া কাপের মঞ্চে ভারত-পাক ম্যাচ দেখা থেকে বঞ্চিত থাকবেন না দর্শকেরা।
Read More: Asia Cup 2025 IND vs PAK PREVIEW: এশিয়া কাপে ‘এল ক্লাসিকো’, দুবাইতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান !!
কয়েকদিন আগেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ড লিগে পাকিস্তানের বিরুদ্ধেই খেলতে অস্বিকার জানিয়েছিল। WCL’এর মঞ্চে দুইবার মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত এবং পাকিস্তানের তবে দুই বাড়াই ভারত পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হতে রাজি হয়নি। এমনকি সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং স্পষ্টভাবে বলেছেন, “যতদিন পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে, ততদিন ব্যবসা কিংবা ক্রিকেট -কোনো সম্পর্কই রাখা উচিত নয়।” তাঁর এই মন্তব্যকে অনেকেই সমর্থন করেছেন। তবুও ভারত সরকার এই ম্যাচ খেলতে সম্মতি জানিয়ে দিয়েছে। ভারতীয় দল রবিবার মুখোমুখি হবে পাকিস্তানের।
চোট পেয়েছিলেন শুভমান

কিন্তু ভারত-পাকিস্তানের এই হাই ভোল্টেজ ম্যাচের আগে ভারতীয় ভক্তদের জন্য উদ্বেগজনক খবর সামনে এসেছে। আসলে, গতকাল অনুশীলনের সময় ভারতের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল নেটে ব্যাটিং করার সময় চোট পেয়েছিলেন। ভাইস ক্যাপ্টেন শুভমানের এই চোট রিতিমতন সমস্যায় ও চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় দলকে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, চোট পাওয়ার পর ভারতীয় সহ অধিনায়ক শুভমানকে বেশ ব্যথায় কাতর হতে দেখা যাচ্ছিল। তার পরেই ফিজিও দৌড়ে এসে তাঁর চিকিৎসা শুরু করেন। তারপর ফিজিওর সঙ্গে বাইরে বেরিয়ে যান এবং সঙ্গে সঙ্গে ফিজিও আইস বক্স নিয়ে দৌড়ে আসেন।