বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশের জন্য ভারতীয় দলের কাছে সবথেকে প্রয়োজনীয় সিরিজটি হলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ৫ ম্যাচের এই সিরিজটি। ভারতীয় দলের কথা বলতে গেলে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যাবধানে ঘরের মাঠে টেস্ট সিরিজে মস্ত বড় পরাজয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান হারিয়েছে।
বর্ডার-গাভাস্কার ট্রফির আগে ভারতীয় দলের উপর আসলো আবার একটি বড় ধাক্কা। ভারতীয় দলের তারকা ক্রিকেটার শুভমান গিল (Shubman Gill) পার্থে প্রস্তুতি ম্যাচ চলাকালীন স্লিপে ফিল্ডিং করার সময় তার আঙুলে চোট পেয়েছেন। ঘনিষ্ঠ একটি সূত্র দাবি জানিয়েছে শুভমান গিলের চোটের কারণটি নিশ্চিত করেছে।
Read More: “জুনিয়র হিটম্যান এসে গেছে…” অস্ট্রেলিয়া সিরিজের আগে দ্বিতীয়বার বাবা হলেন রোহিত শর্মা, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!
প্রথম টেস্টের আগেই চোট পেলেন শুভমান
প্রসঙ্গত, পার্থে ভারত A-এর বিরুদ্ধে ম্যাচের সময় স্লিপে ক্যাচ নেওয়ার সময় শুভমান গিল আঙুলে চোট পেয়েছিলেন। তার আঙুলের চোট গুরুতর এবং প্রথম টেস্ট ম্যাচে তার প্রতিনিধিত্ব করার বিষয়ে উঠছে প্রশ্ন। তবে তাঁর চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে, টিম ম্যানেজমেন্ট শুভমান গিলের পরিস্থিতির পর্যবেক্ষণ করবে। তারপর ঠিক করা হবে তিনি প্রথম ম্যাচে অংশগ্রহণ করবেন কিনা।
কিছুদিন আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টে খেলতে পারেননি শুভমান। ঘাড়ের চোট নিয়ে প্রথম টেস্ট থেকে বাদ পড়েছিলেন তিনি। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত ও অস্ট্রালিয়ার প্রথম টেস্ট ম্যাচ। শুধু শুভমান গিল নয় ভারতীয় শিবিরে দেখা গিয়েছে চোটের হানা। বর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হওয়ার আগেই ভারতীয় শিবিরে অশান্তির মেঘ লক্ষ করা যাচ্ছে। অনুশীলনে চোট পেয়েছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনিই শতরান হাঁকিয়েছিলেন, প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৫০ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন সরফরাজ। অন্যদিকে, প্রস্তুতি ম্যাচ চলাকালীন আহত হয়েছিলেন বিরাট কোহলি ও কেএল রাহুল দুজনেই। ব্যাক্তিগত কারণে রোহিত শর্মা প্রথম টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন, তার বদলে দলের ওপেনার হিসাবে দেখতে পাওয়া যাবে কেএল রাহুলকে। অন্যদিকে বিরাট কোহলি চোট পেলেও আপাতত তিনি চোট মুক্ত বলেই জানা গিয়েছে।