গুরুতর চোটে বিপাকে ভারত, শুভমান গিলকে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা !! 1

কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে এই ম্যাচটি ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে, কলকাতা টেস্টের দ্বিতীয় দিনের একেবারে শুরুতেই অপ্রত্যাশিত ধাক্কা খায় ভারত। এই ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। দক্ষিণ আফ্রিকা দল প্রথমে ব্যাটিং করতে এসে প্রথম দিনেই তৃতীয় সেশনের শুরুর দিকেই অলআউট হয়ে গিয়েছিল। ৫৫ ওভারে ১৫৯ রানেই ১০ উইকেট হারিয়ে ফেলেছিল। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক ৩১ রান বানান এইডেন মার্করাম (Aiden Markram)। অন্যদিকে, ভারতের হয়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

প্রসঙ্গত, অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) গুরুতর চোট পেয়েছেন ভারত অধিনায়ক এবং তাকে হঠাৎ করেই মাঠ ছাড়তে দেখতে পাওয়া গিয়েছে। ঘাড়ে ব্যথা অনুভব করায় মাত্র কয়েক বল খেলেই রিটায়ার হার্ট হয়ে ফেরত যান। ইডেন গার্ডেন্সে তার শুরুটা আত্মবিশ্বাসী হলেও খুব জলদি তিনি ফিজিওকে সঙ্গে নিয়ে ফিরে যান।৩৫তম ওভারে ওয়াশিংটন সুন্দরের উইকেট পতনের পর গিল নামেন মাঠে এবং শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের পরিচয় দেন। সাইমন হার্মারের প্রথম দুই বল সামলে নেওয়ার পর স্কোয়ার লেগের ওপর দিয়ে দৃষ্টিনন্দন এক সুইপ বাউন্ডারি মারেন। কিন্তু সেই চার রানের ঠিক পরেই দেখা যায় ভিন্ন দৃশ্য।

শট খেলার পর উঠে দাঁড়াতেই গিল হঠাৎ অস্বস্তিতে ভুগতে থাকেন। হেলমেট খুলে ঘাড়ের বাম অংশে হাত রেখে ব্যথা সামলানোর চেষ্টা করেন। কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকার পর ফিজিওকে ডাকেন তিনি। মাঠেই দ্রুত পরীক্ষা-নিরীক্ষার পর টিম ম্যানেজমেন্ট ঝুঁকি না নিয়ে তাকে ড্রেসিং রুমে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। মাত্র তিন বল খেলেই তাকে রিটায়ার হার্ট ঘোষণা করা হয়। এই প্রথম নয় আগেও তাঁর এই সমস্যার সম্মুখীন দেখতে পাওয়া যায়। ক্যাপ্টেন গিল ভেতরে যাওয়ার পর থেকে মেডিকেল টিমও তাকে ঘিরেই ব্যস্ত হয়ে পড়ে। শুভমান গিল ফিরে যাওয়ার পর ভারতের ব্যাটিং ধস দেখতে পাওয়া যায়। ভারতীয় দল ১০ উইকেটে ১৮৯ রান বানাতে সক্ষম হয়েছে। শুভমান ৩ বলে ৪ রান বানিয়ে ফিরে যান প্যাভিলিয়নে, তবে শুভমান আর পরে ব্যাটিং করতে আসেননি।

Read Also: বাদ জাদেজা-শঙ্কর-ত্রিপাঠি, প্রকাশ্যে আসন্ন আইপিএলের জন্য CSK’এর রিটেন লিস্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *