IPL 2025: আজ আইপিএলের মহারণে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নেমেছে। হাইভোল্টেজ ম্যাচের প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন সাই সুদর্শন ও শুভমান গিল। গুজরাট অধিনায়ক মাথা ঠাণ্ডা রেখে ব্যক্তিগত শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজও তিনি কাছে পৌঁছেও সেঞ্চুরি করতে ব্যর্থ হন। বিতর্কিত রান আউটে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন শুভমান (Shubman Gill)। এর ফলে মাথা ঠাণ্ডা রাখতে পারেননি এই তারকা ব্যাটসম্যান। মাঠের মধ্যেই আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন।
Read More: সঞ্জু স্যামসনকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, আবারও ক্রিকেট থেকে ব্যান শ্রীশান্ত !!
বিবাদে জড়িয়ে পড়েন শুভমান-

ম্যাচের ১৩ ওভারে জস বাটলার জিশান আনসারির করা বল শর্ট লেগে দিকে পাঠিয়ে দেন এবং দ্রুত একটি সিঙ্গেল চুরি করে নেওয়ার চেষ্টা করেন। সেই সময় হর্ষল প্যাটেল বলটি ধরে স্ট্রাইকার প্রান্তের দিকে ছুঁড়ে দেন। নন স্ট্রাইকার প্রান্ত থেকে শুভমান (Shubman Gill) ছুটে আসছিলেন। উইকেটকিপার হেনরিখ ক্লাসেন উইকেটের বেল উড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গুজরাট অধিনায়ক স্ট্রাইকার প্রান্তে প্রবেশ করে যান। ফলে তিনি আউট কিনা নিশ্চিত করতে থার্ড আম্পায়ারের কাছে যেতে হয়। তখন বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। বুজতে অসুবিধা হচ্ছিল যে উইকেটে আগে ক্লাসেনের গ্লাভস না বল স্পর্শ করেছে। আগে গ্লাভস স্পর্শ করলে বল দিয়ে আবারও আউট নিশ্চিত করতে হয়। ফলে শুধু গ্লাভস স্পর্শ করলে শুভমানের আউটটি বাতিল হয়ে যেত। কিন্তু থার্ড আম্পায়ার আউট ঘোষণা করেন। এই সিদ্ধান্ত গুজরাটের এই তারকা ব্যাটসম্যান একেবারেই খুশি হননি। তিনি মাঠে উপস্থিত ম্যাচ অফিশিয়াল আম্পায়ারদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দেখুন সেই ভিডিওটি-
শুভমানের ধারাবাহিকতা-

চলতি আইপিএলে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন শুভমান। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫০ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। আজও সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ব্যক্তিগত শতরানের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিলেন এই তারকা। প্রথমে তিনি সাই সুদর্শনের সঙ্গে ৪১ বলে ৮৭ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। তারপর জস বাটলারের সঙ্গে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। আজ শুভমানের ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ৭৬ রান। তিনি ১০ টি চার এবং ২ টি ছয় মারেন। এর ফলে গুজরাট টাইটান্স হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম ইনিংসে ২২৪ রান সংগ্রহ করেছে। অন্যদিকে ১০ ম্যাচে ৫ টি অর্ধশতরানের সঙ্গে ৪৬৫ রান তুলে নিয়েছেন শুভমান।