"তার জন্য আমরা হৃদয়..", সারা তেন্ডুলকারের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে এবার নীরবতা ভাঙলেন শুভমান গিল !! 1

IPL 2025: শুভমান গিল (Shubman Gill) বর্তমানে ভারত তথা বিশ্বের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার। তার নেতৃত্বে এই বছর আইপিএলে গুজরাট টাইটান্স দুরন্ত ফর্মে রয়েছে। অন্যদিকে এই তরুণ তারকার প্রেমের সম্পর্ক এবং বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক খবর সাম্প্রতিক সময় সামনে উঠে এসেছে। শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) কন্যা সারা তেন্ডুলকারের (Sara Tendulkar) সঙ্গে শুভমান ডেটিং করেছেন বলেও জল্পনা তৈরি হয়। এবার আইপিএলের মধ্যেই এই বিষয় নিয়ে নীরবতা ভাঙলেন গুজরাট টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক। তিনি জানিয়ে দিলেন আসল সত্য।

Read More: গৌতম গম্ভীরকে ISIS-এর নামে খুনের হুমকির জের, গুজরাতে আটক এক সন্দেহজনক ইঞ্জিনিয়ারিং ছাত্র !!

প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন গিল-

"তার জন্য আমরা হৃদয়..", সারা তেন্ডুলকারের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে এবার নীরবতা ভাঙলেন শুভমান গিল !! 2
Shubman Gill | Image: Getty Images

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR ) বিপক্ষে ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের (GT) ম্যাচের সময় টসের পরে শুভমান গিলকে (Shubman Gill) তার বিয়ের বিষয়ে প্রশ্ন করা হয়। উত্তরে এই ভারতীয় তারকার হাসি জল্পনা উস্কে দিয়েছিল। এর আগে শুভমান সারা তেন্ডুলকর (Sara Tendulkar) সহ বলিউড অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan) এমনকি অভিনেত্রী অবনীত কৌরের (Avneet Kaur) সঙ্গে ডেটিং করেছেন বলে বিভিন্ন সময় খবর সামনে এসেছিল। এবার তিনি এক সাক্ষাৎকারে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে নিজের প্রেমের সম্পর্ক নিয়ে মন্তব্য করলেন। তিনি বলেন, “আমার সঙ্গে বিভিন্ন মহিলাদের যুক্ত করে গুজব রটানো হয়েছে। কখন‌ও কখনও বিষয়টি এতোটাই হাস্যকর যে আমি যাকে জীবনে কোনোদিন দেখিনি তার সঙ্গেও প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা হয়েছে। এই মুহূর্তে আমি ক্রিকেট নিয়েই বেশি মনোযোগী। ৩ বছর ধরে আমি সিঙ্গেল আছি। বছরের প্রায় ৩০০ দিন খেলার জন্য আমাদের ভ্রমণ করতে হয়। তাই কার‌ও সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জায়গাই নেই। কার‌ও সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য বর্তমানে সময় নেই।”

শুভমানের নেতৃত্বে গুজরাটের সাফল্য-

"তার জন্য আমরা হৃদয়..", সারা তেন্ডুলকারের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে এবার নীরবতা ভাঙলেন শুভমান গিল !! 3
Shubman Gill | Image: Getty Images

এই বছর আইপিএলে গুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে গুজরাট টাইটান্স (GT) একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছে। পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয়লাভ করে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেছে গুজরাট। সফলভাবে দলকে নেতৃত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও দুরন্ত ফর্মে রয়েছেন গিল (Shubman Gill)। তিনি চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৮ ম্যাচের মধ্যে ২ টি অর্ধশতরানের সঙ্গে মোট ৩০৫ রান সংগ্রহ করেছেন। উল্লেখ্য ২৮ এপ্রিল পরবর্তী ম্যাচে গুজরাট টাইটান্স (GT) রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে মাঠে নামবে।

Read Also: IPL 2025: “ঘরের টিম নাকি….”, মুম্বাইয়ের মাঠে রোহিত শর্মার দাদাগিরি, শার্দুল ঠাকুরকে শোনালেন কু-কথা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *