অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ বর্তমানে জমজমাট হয়ে উঠেছে। প্রথম ম্যাচে ভারতীয় দল লজ্জাজনক হারের পর আজ অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে কামব্যাক করার জন্য মাঠে নেমেছে। ম্যাচে টসে জিতে আবারও ব্লু ব্রিগেডদের ব্যাটিং করতে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। গৌতম গম্ভীর (Gautam Gambhir) একাদশে কোনরকম পরিবর্তন ঘটাননি। ওপেনিং করতে আসেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিল (Shubman Gill)। গিল চলতি সিরিজে ভারতীয় ওডিআই দলের অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও এবার ব্যর্থ হলেন।
Read More: ছাঁটাই হচ্ছেন শুভমান গিল, টেস্ট অধিনায়কের দায়িত্বে আসছেন রোহিত-বিরাটের প্রধান অস্ত্র !!
আবারও ব্যর্থ গিল-

পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে শুভমান গিল ১৮ বলে ১০ রান সংগ্রহ করে ব্যাটিং অর্ডারকে সমস্যার মুখে ফেলে দেন। এর ফলে ম্যাচটি ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় অজি বাহিনী। এরপর দ্বিতীয় ম্যাচেও অ্যাডিলেডে ব্যর্থ হলেন শুভমান। আজ প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে সপ্তম ওভারেই গিল ৯ বলে মাত্র ৯ রান করেন। জেভিয়ার বার্টলেটের (Xavier Bartlett) দুরন্ত বোলিং’এ মিচেল মার্শকে (Mitchell Marsh) ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি।
ওডিআই ক্রিকেটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে এবার সোশাল মিডিয়া সমালোচনার মুখে পড়েছেন শুভমান। একাধিক মন্তব্য করছেন সমর্থকরা। এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “রোহিত শর্মার একজন ভালো ওপেনিং জুটির প্রয়োজন। অবিলম্বে তৃতীয় ওডিআই ম্যাচে যশস্বী জয়সওয়ালকে ফিরিয়ে আনা উচিত।” “যতটা জনপ্রিয়তা পেয়েছেন ততটা ভালো ক্রিকেটার নন তিনি। কঠিন পিচ হলেই দলকে চাপের মুখে ফেলে দেন।”, বলেও উল্লেখ করছেন নেটিজেনরা।
“শুধুমাত্র ফ্ল্যাট পিচেই রাজা গিল। দলের সবচেয়ে অপদার্থ ক্রিকেটার।”, বলেও জানাচ্ছেন সমর্থকরা। “আরও গিলকে বানাও সব ফরম্যাটে অধিনায়ক।”, বলে নেটিজেনরা উল্লেখ করছেন।