দুই নারীতে মন মজেছে ভারতের তরুণ ক্রিকেটারের, বারবার প্রেমজীবন এসেছে খবরের শিরোনামে !! 1

ক্রিকেট পাগল দেশ ভারতবর্ষ। দেশের প্রত্যেক শিশুই বড় হয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে। ভারতীয়দের আত্মার সাথে জড়িয়ে গিয়েছে বাইশ গজের এই খেলা। একই সাথে ক্রিকেটাররাও হয়ে উঠেছেন আত্মার আত্মীয়। সব সময়েই তাঁদের দিকে নজর থাকে সাধারণ মানুষের। টিম ইন্ডিয়ার (Team India) হয়ে একটা ভালো ইনিংস বা একটা ভালো স্পেলই রাতারাতি বানিয়ে দিতে পারে তারকা। রকেট গতিতে ক্রিকেটের আকাশে হতে পারে উত্থান। গত কয়েক মাসে এমনই উত্থান হয়েছে শুভমান গিলের (Shubman Gill)। পাঞ্জাবের তরুণ ক্রিকেটার হয়ে উঠেছেন ক্রিকেটজনতার নয়নের মণি। তিন ফর্ম্যাটেই ভালো খেলছেন তিনি। করেছেন শতরান। আসন্ন বিশ্বকাপে ভারতের অন্যতম সেরা বাজি হতে চলেছেন শুভমান।

ব্যাট হাতে বাইশ গজে বিক্রমের পাশাপাশি শুভমানের (Shubman Gill) ব্যক্তিগত জীবনও বারবার এসেছে আতসকাঁচের তলায়। দেশের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ কার সাথে প্রেম করছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ার আগ্রহ বেড়েছে উত্তরোত্তর। শুভমানের সাথে জড়িয়ে গিয়েছে দুই নারীর নাম। দুজনের সাথেই আবার যোগ রয়েছে ক্রিকেটের। প্রথমজন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার শচীন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর (Sara Tendulkar), আর দ্বিতীয়জন ভারতের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক মনসুর আলি খান পতৌদির নাতনি সারা আলি খান (Sara Ali Khan)।

Read More: জাতীয় দলে সুযোগ না পেয়ে হতাশ দীনেশ কার্তিক, এই লীগে লিখালেন নাম !!

সারা তেন্ডুলরের সাথে নাম জড়িয়েছে শুভমানের-

Shubman Gill and Sara Tendulkar | Image: Twitter
Shubman Gill and Sara Tendulkar | Image: Twitter

শচীন তেন্ডুলকর ও অঞ্জলি তেন্ডুলকরের কন্যা সারা’র (Sara Tendulkar) সাথে অনেকেই জুড়ে দিয়েছেন শুভমান গিলের (Shubman Gill) নাম। দুজনে নাকি সম্পর্কে রয়েছেন দীর্ঘসময় ধরে। ভ্যালেন্টাইন্স ডে’র সময় একই কফিশপে ছবি তুলতে দেখা গিয়েছিলো সারা ও শুভমান গিলকে। সারা বা শুভমান দুজনেই এই বিষয়ে মুখ না খুললেও দুয়ে দুয়ে চার করে নিয়েছেন নেটিজেনরা। তাঁদের মতে, লন্ডনের সেই কফি শপে ডেটেই গিয়েছিলেন দুজনে।

মাঠে শুভমানের পারফর্ম্যান্স ভালো হোক বা খারাপ, সারা তেন্ডুলকরের প্রসঙ্গ তুলে এনে তাঁকে ট্রল করা থেকে পিছপা হন না নেটনাগরিকেরা। এমনকি মাঠে শুভমানকে (Shubman Gill) উদ্দেশ্য করে “সারা…সারা” স্লোগান দিতেও শোনা গিয়েছে একদল সমর্থককে। ২৩ বছর বয়সী ভারতীয় ওপেনার এই নিয়ে কোনো প্রতিক্রিয়া না দিলেও মাঠে উপস্থিত ভারতীয় দলের (Team India) অন্যান্য খেলোয়াড়রা যে ব্যাপারটি উপভোগ করেছেন তা বোঝা গিয়েছিলো তাঁদের শরীরী ভাষা থেকে।

শুভমানের সাথে ডেটিং-এ সারা আলি খান?

SHUBMAN GILL & SARA ALI KHAN | Image: Twitter
Shubman Gill and Sara Ali Khan | Image: Twitter

ক্রিকেট আর বলিউডের সম্পর্ক নতুন নয়। ষাটের দশকে মনসুর আলি খান পতৌদি-শর্মিলা ঠাকুর হোন বা হালের বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, ক্রিকেটারদের সাথে বারবারই সম্পর্কের বাঁধনে বাঁধা পড়তে দেখা গিয়েছে বলিউড ডিভাদের। এই তালিকায় নবতম সংযোজন শুভমান গিল (Shubman Gill) ও সারা আলি খান (Sara Ali Khan)? নেটমাধ্যমে জোর চর্চা চলছে এই নিয়ে। ‘সিম্বা’, ‘কেদারনাথ’, ‘জরা হটকে জরা বাচকে’র মত চলচ্চিত্রের নায়িকার সাথে ভারতের ক্রিকেটের নবতম নক্ষত্রকে বেশ কয়েকবার বিমান যাত্রা করতে দেখা গিয়েছিলো।

এমনকি রেস্তরাঁয় একসাথে ডিনার সারতেও দেখা গিয়েছে তাঁদের। তরুণ ক্রিকেটার এবং নবাগতা অভিনেত্রীর সম্পর্ক কি শুধুই বন্ধুত্বের নাকি রয়েছে অন্য কোনো ব্যাপার, তার সন্ধানে উৎসুক অনুরাগীরা। সারা আলি খানের (Sara Ali Khan) সাথে সম্পর্ক নিয়েও পরিষ্কার করে কিছু বলেন নি শুভমান। একটি পাঞ্জাবী টিভি শো’তে সঞ্চালিকা সোনম বাজওয়া (Sonam Bajwa) তাঁকে প্রশ্ন করেছিলেন সারা’র সাথে ‘ডেটিং’-এর ব্যাপারে। উত্তরে স্মিত হেসে শুভমান বলেন, “হয়ত।”

Also Read: হোটেলের ঘরে সুন্দরী বিদেশিনীর সাথে যুজবেন্দ্র চাহাল, চোখে জল স্ত্রী ধনশ্রীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *