লর্ডস টেস্টের প্রতিটি মুহূর্তই এখন টানটান উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসন বেন স্টোকসদের (Ben Stokes) রীতিমতো কোণঠাসা করে দিয়েছে। বিশেষ করে অধিনায়ক শুভমান গিলকে (Shubman Gill) সবসময় মাঠে অধিনায়ক হিসেবে সক্রিয় থাকতে দেখা গেছে। একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলে ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছেন। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সঙ্গে এবং আম্পায়ারদের সঙ্গে গিলকে উত্তপ্ত বাগবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়তে দেখা যায়। ফলে সূত্র অনুযায়ী এবার তার ওপর আইসিসি (ICC) নিষেধাজ্ঞা জারি করতে চলেছে।
Read More: IND vs ENG 3rd Test: শেষবেলার ব্যাটিং ধসে বিপর্যস্ত ভারত, জমজমাট পঞ্চম দিনের অপেক্ষায় লর্ডস !!
মাঠে গিলের দাপট-

ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি ৫ ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে প্রথম থেকেই ছন্দে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। তিনি এজবাস্টনে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ২৬৯ রান এবং দ্বিতীয় ইনিংসে ১৬১ রান সংগ্রহ করে একাধিক রেকর্ড গড়েছিলেন। অধিনায়ক হিসেবেও প্রথম থেকেই ক্রিকেটারদের আত্মবিশ্বাস জুগিয়েছেন গিল (Shubman Gill)। লর্ডসে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে তাকে ইংল্যান্ডের ব্যাটসম্যান জ্যাক ক্রাউলির (Zak Crawley) সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়।
ভারতীয় দল প্রথম ইনিংসে ৩৮৭ রানে অল আউট হয়ে যাওয়ার পর তৃতীয় দিনের শেষে কিছু সময় বাকি ছিল। এইরকম মুহূর্তে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে জ্যাক ক্রাউলি (Zak Crawley) এবং বেন ডাকেট (Ben Duckett) ওপেনিং করতে আসেন। এই দুই ইংলিশ ওপেনার বিভিন্নভাবে সময় নষ্ট করার চেষ্টা করছিলেন। শুভমান গিল (Shubman Gill) বিষয়টির বিরোধিতা করে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন। স্টাম্প মাইক্রোফোনে তাকে গালাগালি পর্যন্ত করতে দেখা যায়। ভারতীয় অধিনায়কের অশ্লীল অঙ্গভঙ্গিও বর্তমানে ক্রিকেট মহলে চর্চায় রয়েছে।
শাস্তির মুখে গিল-

আইসিসির (ICC) ক্রিকেটারদের জন্য আচরণবিধির ২.৩ ধারা অনুযায়ী মাঠের মধ্যে একজন ক্রিকেটার কোনোরকম অশ্লীল শব্দ ব্যবহার করতে পারেন না যা স্টাম্প মাইক্রোফোনের মাধ্যমে বা অন্য কোন মাধ্যমে সকলের সামনে চলে আসে। এই ধরণের আইন ভঙ্গ প্রথম পর্যায়ের অপরাধ হিসাবে গণ্য করা হয়। ফলে গিলকে (Shubman Gill) সতর্ক করে তার ৫০ শতাংশ পর্যন্ত ম্যাচ ফি জরিমানা করা হতে পারে। ২৫ শতাংশ জরিমানা করা হলে একটি ডিমেরিট পয়েন্ট পাবেন ভারতীয় অধিনায়ক। কিন্তু ২৫ শতাংশের বেশি জরিমরা করা হলে তাকে দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে।
অন্যদিকে শুভমান গিলেকে (Shubman Gill) আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়তে দেখা গেছে। ফলে তিনি আচরণবিধি ২.৮ ধারার অধীনে শাস্তি পেতে পারেন। এটি দ্বিতীয় পর্যায়ের অপরাধ হিসাবে গণ্য হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে ভারতীয় টেস্ট অধিনায়কের ৫০-১০০ শতাংশ ম্যাচ ফির জরিমানা করা হতে পারে এবং তিনি দুটি সাসপেনশন পয়েন্ট পর্যন্ত পেতে পারেন। এই কারণে সূত্র অনুযায়ী ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই টেস্ট ম্যাচে নিষেধাজ্ঞা জারি হতে পারে গিলের (Shubman Gill) ওপর। এরকম পরিস্থিতি হলে ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট চাপের মুখে পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।