এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারতীয় দল (IND vs ENG)। বেন স্টোকসদের বিপক্ষে (Ben Stokes) চোখে চোখ রেখে লড়াই করে নতুন ইতিহাস রচনা করেছেন শুভমান গিল (Shubman Gill)। সফলভাবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি। তবে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) না থাকায় চিন্তায় ছিলেন সমর্থকরা। তাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু বল হাতে আকাশ দীপ (Akash Deep) সুযোগ পেয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন। ফলে একাদশে পরবর্তী ম্যাচে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ফিরে আসবেন কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। এই বিষয়ে এবার শুভমান গিলের (Shubman Gill) গুরুত্বপূর্ণ মন্তব্য সামনে এলো।
Read More: TOP3: ৩টি গুরুত্বপূর্ণ ঘটনা যা মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে লুকানো হয়েছে !!
জসপ্রীতকে নিয়ে গিলের মন্তব্য-

জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) বর্তমানে বিশ্বের অন্যতম তারকা পেসার। তিনি ভারতীয় দলের বোলিং অর্ডারকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে সাম্প্রতিক সময় তার চোট সমস্যা দলকে রীতিমতো চিন্তায় রেখেছে। এর ফলে এখুনি এই পেসারের ওপর কাজের চাপ বাড়াতে চাইছেন না গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ফলে চলতি সফরে প্রথম ম্যাচের পর জসপ্রীতকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে বুমরাহকে ছাড়াই ভারতীয় বোলিং আক্রমণ ইংল্যান্ডের মাটিতে ভক্তদের মুগ্ধ করেছে।
পরিবর্ত হিসাবে একাদশে জায়গা পেয়ে জ্বলে ওঠেন আকাশ দীপ (Akash Deep)। মহম্মদ সিরাজও (Mohammed Siraj) রীতিমতো ছন্দে ছিলেন। এইরকম পরিস্থিতিতে সিরিজের তৃতীয় ম্যাচে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ভারতীয় একাদশে কামব্যাক করবেন কিনা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো। লর্ডসে এই তাঊ একাদশে ফিরবেন কিনা সেই বিষয়ে ম্যাচ শেষে শুভমান গিলকে (Shubman gill) সাংবাদিক প্রশ্ন করেন। তার উত্তরে ভারতীয় টেস্ট অধিনায়ক বলেন, “অবশ্যই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।” উল্লেখ্য হেডিংলেতে জসপ্রীত বুমরাহ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট সংগ্রহ করেছিলেন।
বল হাতে আকাশ দীপের লড়াই-

দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই বল হাতে নিজের অবদান রেখেছেন আকাশ দীপ (Akash Deep)। তিনি এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২০ ওভারে ৮৮ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসে তার কাছ থেকে আরও ধারালো বোলিং দেখতে পাওয়া যায়। ২১.১ ওভারে ৯৯ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন আকাশ দীপ। এর ফলে নতুন ইতিহাস রচনা করেন এই তারকা।
চেতন শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ইংল্যান্ডের মাটিতে এক ম্যাচে ১০ উইকেট নিলেন তিনি। ১৯৮৬ সালে চেতন শর্মা এই রেকর্ড গড়েছিলেন। অন্যদিকে প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে দলকে আত্মবিশ্বাস জুগিয়েছেন শুভমান গিল (Shubman Gill)। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “প্রথম ম্যাচের পর আমরা যেই সমস্যাগুলো নিয়ে কথা বলেছিলাম তা আমাদের কাছে স্পষ্ট ছিল। আমরা জানতাম যদি এই পিচে ৪০০-৫০০ রান সংগ্রহ করি তাহলে খেলায় টিকে থাকবো। প্রতি ম্যাচেই তো আর আমরা এতো ক্যাচ মিস করবো না।”