রাতারাতি বদল ভারতীয় টেস্ট দলের অধিনায়ক, বাংলার ক্রিকেটারের সাথে হয়ে গেলো 'খেলা' !! 1

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চাইছে ভারতীয় দল (IND vs ENG)। ইতিমধ্যেই নির্বাচকরা বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) পরিবর্ত ক্রিকেটারের খোঁজ শুরু করে দিয়েছেন। শুক্রবার ইংল্যান্ড সফরের জন্য গুরুত্বপূর্ণ ভারতীয় ‘এ’ দল প্রকাশ করেছে বিসিসিআই (BCCI)। এই দল থেকে বেশকিছু ক্রিকেটার জাতীয় দলেও আসন্ন ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য জায়গা করে নেবেন। প্রকাশিত দল অনুযায়ী ভারতীয় ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ইশ্বরন (Abhimanyu Easwaran)। কিন্তু এর মধ্যেই অভিমন্যুকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে ফেলার ভাবনাচিন্তা শুরু করেছেন কর্মকর্তারা।

Read More: আইপিএলের নাম শুনেই এক পায়ে খাড়া এই শ্রীলঙ্কান তারকা, PSL’কে পাকিস্তানে ছেড়ে এন্ট্রি নিলেন গুজরাটে !!

বদলে যাবে ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক-

রাতারাতি বদল ভারতীয় টেস্ট দলের অধিনায়ক, বাংলার ক্রিকেটারের সাথে হয়ে গেলো 'খেলা' !! 2
Shubman Gill | Images: Getty Images

উল্লেখ্য ৩০ মে থেকে ভারতীয় ‘এ’ দল ইংল্যান্ড লায়ন্সের (IND ‘A’ vs ENG Lions) বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে। এই ২ ম্যাচের টেস্ট সফরকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন নির্বাচকরা। এছাড়াও ব্লু ব্রিগেডদের ‘এ’ দল একটি ম্যাচ জাতীয় দলের সঙ্গে আন্তঃস্কোয়াড ম্যাচে অংশগ্রহণ করবে। ফলে প্রকাশিত এই দলে একাধিক তরুণ ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে অভিজ্ঞ তারকাদের‌ও জায়গা দেওয়া হয়েছে। অন্যদিকে প্রাথমিকভাবে অধিনায়ক হিসেবে অভিমন্যু ইশ্বরনের (Abhimanyu Easwaran) নাম প্রকাশ করা হলেও সূত্র অনুযায়ী শুভমান গিলকেও (Shubman Gill) অধিনায়ক হিসেবে দেখা যাবে। উল্লেখ্য ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে ভারতীয় ‘এ’ দলে যোগ দেবেন শুভমান গিল (Shubman Gill) এবং সাই সুদর্শন (Sai Sudarshan)। মনে করা হচ্ছে এই ম্যাচ থেকে শুভমান গিলের কাঁধে অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে। ফলে অভিমন্যু ইশ্বরন (Abhimanyu Easwaran) মাত্র ১ টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন।

গিলের দিকে বিশেষ নজর-

রাতারাতি বদল ভারতীয় টেস্ট দলের অধিনায়ক, বাংলার ক্রিকেটারের সাথে হয়ে গেলো 'খেলা' !! 3
Shubman Gill | Images: Getty Images

রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় টেস্ট দলকে কোন ক্রিকেটার নেতৃত্ব দেবেন তা এখনও নিশ্চিত হয়নি। তবে তরুণ তারকা শুভমান গিলকে (Shubman Gill) নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছেন কর্মকর্তারা। বিসিসিআই (BCCI) দীর্ঘ সময়ের জন্য একজন স্থায়ী অধিনায়ক বেছে নিতে চাইছে। শুভমান গিল (Shubman Gill) আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে সফলভাবে অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন। তার নেতৃত্বেই গুজরাট চলতি আইপিএলে ১১ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের জায়গা প্রায় পাকা করে নিয়েছে। ফলে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে অধিনায়কত্বের দায়িত্ব দিয়ে শুভমানকে (Shubman Gill) প্রস্তুত করতে চাইছে বিসিসিআই (BCCI)। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ভারতের (IND vs ENG) ৫ ম্যাচের টেস্ট সিরিজেও এই তরুণ তারকাকে অধিনায়কত্ব করতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

ইংল্যান্ড সফরের জন্য প্রকাশিত ভারতীয় ‘এ’ দল-

অভিমন্যু ইশ্বরন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, করুন নায়ার, ধ্রুব জুরেল (সহ অধিনায়ক, উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, ঈশান কিষাণ (উইকেটকিপার), মানব সুতার, তনুশ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশ দীপ, হর্ষিত রানা, অনশুল কাম্বোজ, খলিল আহমেদ, রুতুরাজ গায়কোয়াড, সরফরাজ খান, তুষার দেশপান্ডে, হর্ষ দুবে

উল্লেখ্য শুভমান গিল এবং সাই সুদর্শন দ্বিতীয় ম্যাচের আগে ভারতীয় ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন।

Read Also: শুভমান গিল বা ঋষভ পন্থ নন, ভারতীয় দলের অধীনয়ায়ক হিসাবে নিজের প্রিয় সতীর্থকেই বেছে নিলেন অশ্বিন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *